Cristiano Ronaldo : আল নাসেরের রক্ষাকর্তা রোনাল্ডো, শেষ মুহূর্তের গোলে মান বাঁচালেন
মিশরের দল জামালেকের বিরুদ্ধে ১-১ ড্র করেছে সৌদি আরবের ক্লাবটি। শেষ মুহূর্তে আল নাসেরকে সমতায় ফিরিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স থেকে বাদ পড়া থেকে বাঁচিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রিয়াধ : সদ্য বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসেরে যোগ দিয়েছেন সেনেগালিজ ফুটবলার সাদিও মানে। বৃহস্পতিবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্সের ম্যাচে মিশরের ক্লাব জামালেকের বিরুদ্ধে অভিষেক হয়েছে তাঁর। ম্য়াচের ৮৭ মিনিটে হেডে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর এই গোলেই মানের সৌদি আরবে অভিষেক পর্বটা বরবাদ হতে হতে বেঁচে গিয়েছে। আল নাসের (Al Nassr) বনাম জামালেক ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন সাদিও মানে। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত আল নাসের পিছিয়ে ছিল ০-১ গোলে। এই ফলাফলে ম্যাচ শেষ হলে সাদিও মানের অভিষেকের দিনই আরব ক্লাব চ্যাম্পয়ন্স থেকে আল নাসেরের বিদায় নিশ্চিত ছিল। এদিনও দলের রক্ষাকর্তা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নির্ধারিত সময়ের তিন মিনিটে আগে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সিআর৭। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুধু আল নাসেরের রক্ষাকর্তাই হলেন না, এর পাশাপাশি নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। এই গোলটি ছিল আল নাসেরের হয়ে তাঁর ১৬তম এবং কেরিয়ারের ৮৪০তম গোল। এর পাশাপাশি ডান পা ছাড়াই রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৩০০। তাঁর অধিকাংশ গোলই ডান পা থেকে এসেছে। তার মধ্যে তিনশো গোল এল বাঁ পা, হেড ইত্যাদি মিলিয়ে। বৃহস্পতিবার মিশরের ক্লাবটির বিরুদ্ধে তাঁর হেড থেকে করা গোলটি হল ৩০০তম গোল। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ২০১২-১৩ চ্যাম্পিয়ন্স লিগে হেডে দারুণ গোল করেছিলেন। গোলটির জন্য ২.৯৩ মিটার লাফিয়েছিলেন রোনাল্ডো। লাফিয়ে গোল করার ক্ষেত্রে রোনাল্ডোর রেকর্ডই সর্বোচ্চ।
Qualified!??⚽️ Well done team!???? pic.twitter.com/0zJyNSc8Jw
— Cristiano Ronaldo (@Cristiano) August 3, 2023
সাদিও মানের অভিষেকের দিন যাবতীয় আলো কেড়ে নিলেন একাই। আল নাসেরের হয়ে নতুন মরসুমে এই নিয়ে তিনটি গোল করলেন রোনাল্ডো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্সের পাশাপাশি সৌদি প্রো লিগও শুরু হয়ে যাচ্ছে শীঘ্রই। আগামী ১৪ অগস্ট আল ইত্তেফাকের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচ খেলবে আল নাসের।