Cristiano Ronaldo: ৩৯এও ‘তরুণ’, পর্তুগালের জয়ের দিন বাইসাইকেল কিকে গোল করে নজর কাড়লেন রোনাল্ডো

Watch Video: ৬ গোলের ওই ম্যাচে যাবতীয় লাইমলাইট কেড়ে নেন রোনাল্ডো। পোলিশদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন সিআর সেভেন। কিন্তু তাঁর বাইসাইকেল কিকে করা গোল নিয়ে হইচই শুরু হয়েছে।

Cristiano Ronaldo: ৩৯এও তরুণ, পর্তুগালের জয়ের দিন বাইসাইকেল কিকে গোল করে নজর কাড়লেন রোনাল্ডো
Cristiano Ronaldo: ৩৯এও 'তরুণ', পর্তুগালের জয়ের দিন বাইসাইকেল কিকে নজর কাড়লেন রোনাল্ডো Image Credit source: Cristiano Ronaldo X

Nov 16, 2024 | 2:33 PM

কলকাতা: বয়স তাঁর কাছে নেহাত সংখ্যা মাত্র। বারে বারে মাঠে নেমে তা প্রমাণ করে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩৯এর ‘তরুণ’ সিআর সেভেনকে নিয়ে ফুটবল মহলে আলোচনা থামছেই না। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জিতেছে পর্তুগাল (Portugal)। ৬ গোলের ওই ম্যাচে যাবতীয় লাইমলাইট কেড়ে নেন রোনাল্ডো। পোলিশদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন সিআর সেভেন। কিন্তু তাঁর বাইসাইকেল কিকে করা গোল নিয়ে হইচই শুরু হয়েছে।

পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়াই পর্তুগালের বিরুদ্ধে মাঠে নেমেছিল পোল্যান্ড। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে প্রথম গোল পর্তুগালের রাফায়েল লিয়াওর। এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ২-০ এগিয়ে দেন রোনাল্ডো। এরপর ৮০ মিনিটে ব্রুনো ফের্নান্ডেজের গোল। এবং ৮৩ মিনিটে পেদ্রো নেটোর গোলে পর্তুগাল ৪-০ এগিয়ে যায়। এরপর ৮৭ মিনিটে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দনকারী গোলটি আসে। তা আসে রোনাল্ডোর পায়ে। শরীর ছুড়ে ঘুরে গিয়ে বাইসাইকেল কিকে গোল সিআর সেভেনের। ৮৮ মিনিটেই এক গোল শোধ করে পোল্যান্ড। তারপর আর কোনও পোল্যান্ডের ফুটবলার পর্তুগালের জাল কাঁপাতে পারেননি।

এক ঝলকে দেখে নিন রোনাল্ডোর বাইসাইকেল কিকে করা গোলের ভিডিয়ো —

চলতি বছরে পর্তুগালের হয়ে ১০ ম্যাচ খেলে ৫টি গোল করেছেন রোনাল্ডো। সব মিলিয়ে ১৬৩ টি আন্তর্জাতিক ম্যাচে ১৩৫টি গোল এল সিআর সেভেনের নামের পাশে। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ৪টি ছবি শেয়ার করে পর্তুগিজ মহাতারকা লেখেন, ‘অপরাজিত থাকার পথে!’ পোল্যান্ডকে হারিয়ে নেশনস লিগের গ্রুপ-এর শীর্ষে রইল পর্তুগাল। ৫ ম্যাচে ৪ জয়, ১ হারের পর ১৩ পয়েন্ট পর্তুগালের।