Cristiano Ronaldo: কেরিয়ারে ১ হাজার গোল করার বাজি ধরেলেন রোনাল্ডো, মাইলফলক থেকে কত দূরে তিনি?

CR7: বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে ৬ ম্য়াচ খেলে ৭টি গোল করেছেন। ইউরোর বাছাই পর্বের স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া গোলের দেখা পান। এই গোলের হাত ধরেই ইউরো চ্য়াম্পিয়নশিপের টিকিট কেটে ফেলে পর্তুগাল। সবমিলিয়ে তাঁর ফুটবল কেরিয়ারে গোলের সংখ্য়া বর্তমানে ৮৫৯। এর মধ্য়ে আন্তর্জাতিক গোল ১২৭। তবে এখন নামের পাশে ১ হাজার গোল দেখার লক্ষ্য়ে পর্তুগিজ তারকা। এফসি পোর্তোর প্রেসিডেন্ট নুনো পিন্তোর সঙ্গে এই বিষয়ে বাজিও ধরে বসেন সিআর সেভেন।

Cristiano Ronaldo: কেরিয়ারে ১ হাজার গোল করার বাজি ধরেলেন রোনাল্ডো, মাইলফলক থেকে কত দূরে তিনি?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 8:00 AM

নয়াদিল্লি:ফুটবল প্রেমীদের কাছে আবেগের অপর নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। বয়স ৩৮ ছুঁয়েছে। তবে বয়সের পরোয়া তিনি কোনও কালেই করেন না। এখনও স্বমহিমায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে যাচ্ছেন। কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন বলা চলে। সম্প্রতি যে ম্য়াচেই খেলেছেন, পেয়েছেন গোলের দেখা। গোটা কেরিয়ারে তাঁর গোলের সংখ্যা ৮৫৭। কিন্তু এতে সন্তুষ্ট নন তিনি। নামের পাশে ১০০০ গোল চাই তাঁর। বাজিও ধরে ফেললেন ১০০০ গোল করার। এই বিষয়ে কী বলছেন পর্তুগিজ সুপারস্টার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিলেন। মাঠ ছাড়ার সময় চোখের কোনায় লেগেছিল জল। এরপর অনেকেই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু এত সহজে হার মেনে নেওয়ার পাত্র যে নন তিনি, তা নিজের পায়ের জাদু দিয়েই বার-বার প্রমাণ করে দিচ্ছেন ৫ বারের ব্য়ালেন ডি’অর জয়ী তারকা। অবসরের ভাবনা উড়িয়ে জাতীয় দলের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে ৬ ম্য়াচ খেলে ৭টি গোল করেছেন। ইউরোর বাছাই পর্বের স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া গোলের দেখা পান। এই গোলের হাত ধরেই ইউরো চ্য়াম্পিয়নশিপের টিকিট কেটে ফেলে পর্তুগাল। সবমিলিয়ে তাঁর ফুটবল কেরিয়ারে গোলের সংখ্য়া বর্তমানে ৮৫৯। এর মধ্য়ে আন্তর্জাতিক গোল ১২৭। তবে এখন নামের পাশে ১ হাজার গোল দেখার লক্ষ্য়ে পর্তুগিজ তারকা। এফসি পোর্তোর প্রেসিডেন্ট নুনো পিন্তোর সঙ্গে এই বিষয়ে বাজিও ধরে বসেন সিআর সেভেন।

যদিও এই প্রস্তাবটি প্রথম এসেছিল পিন্তোর দিক থেকেই। তিনিই মজার ছলে রোনাল্ডোকে প্রথম জিজ্ঞেস করেন যে, কেরিয়ারে ১ হাজার গোলের লক্ষ্য পূরণ করতে চান কি না আল নাসের স্টার? সঙ্গে-সঙ্গে এই চ্যালেঞ্জটি গ্রহণ করে বসেন রোনাল্ডো। তাঁকে বলতে শোনা যায়, “আমি জানি ব্য়াপারটা কঠিন। তবে এ বার দেখতে হবে আমি মানসিকভাবে কতটা সবল থাকতে পারি। আমার পা যদি সঙ্গ দেয় তাহলে নিশ্চই লক্ষ্য়ে পৌঁছে যাবো। একটু-একটু করে ভাবা ভালো। আগে ৯০০০ টার্গেট করে এগোতে হবে। তারপর ১ হাজার গোলের কথা ভাবা যাবে। কারণ ওই পর্যন্ত পৌঁছতে গেলে অনেকটা কসরত করতে হবে।” ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে রোনাল্ডোর দরকার আরও ১৩১ গোল। সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে তাঁকে। আল নাসের তো রয়েছেই, সেই সঙ্গে এই লক্ষ্য়ে পৌঁছনোর জন্য় তাঁর কাছে এখন সুযোগ ইউরো কাপ ও ২০২৬ বিশ্বকাপ।