Cristiano Ronaldo: ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo: ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনাল্ডো
ফাইল চিত্র

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 27, 2021 | 10:12 PM

অবশেষে জল্পনার অবসান। ১২ বছর পর তাঁর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ( Manchester United) ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জুভেন্তাসে (Juventus) এই মরসুমে তিনি খেলতে চান না, সে কথা জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে জানিয়েছিলেন সিআর সেভেন। ইতালির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি ছিল ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) যোগ দিতে পারেন তিনি। তবে সিটিতে যোগ না দিয়ে পুরনো ক্লাবে ফিরলেন পর্তুগিজ তারকা।

আজ, শুক্রবার সকালে জুভেন্তাস শিবিরে গিয়ে সতীর্থদের সঙ্গে শেষ সাক্ষাৎ সারেন রোনাল্ডো। সেইসময় নিজের লকাররুম থেকে জিনিসপত্র নিয়ে জুভে ছেড়ে আসেন। তুরিন থেকে পাড়ি দেন পর্তুগালের লিসবনে। দলবদলের মরসুমে মেসি-রোনাল্ডোর নতুন দলে যাওয়া নিয়ে একাধিকবার নানা জল্পনা ঘুরে ফিরে শোনা গিয়েছিল। লিও মেসি অবশেষে যোগ দেন পিএসজিতে। এ বার রোনাল্ডোও জুভে ছেড়ে পুরনো ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হলেন।

২০০৩-২০০৯ সাল পর্যন্ত এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন পর্তুগিজ তারকা। ম্যান ইউতে এর আগে ২৯২টি ম্যাচে ১১৮ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোন আর্থিক চুক্তিকে পুরনো ক্লাবে ফিরলেন সিআর সেভেন আন্তর্জাতিক ফুটবল মহলের খবর অনুযায়ী ২৫ মিলিয়ন ইউরোতে ২ বছরের চুক্তিতে সই করবেন তিনি।

আরও পড়ুন: RONALDO : জুভেন্তাস কোচের মন্তব্যে রোনাল্ডো বিদায় নিশ্চিত