AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RONALDO : জুভেন্তাস কোচের মন্তব্যে রোনাল্ডো বিদায় নিশ্চিত

সকালবেলা ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার জুভেন্তাসের হয়ে অনুশীলন করবেন না রোনাল্ডো। তারপরেই ইতালির এক সংবাদমাধ্যম দাবি করে, অনুশীলনে এসেছিলেন রোনাল্ডো

RONALDO : জুভেন্তাস কোচের মন্তব্যে রোনাল্ডো বিদায় নিশ্চিত
রোনাল্ডো বিদায় কি নিশ্চিত?
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 7:15 PM
Share

তুরিনঃ জুভেন্তাসে রোনাল্ডোর ভবিষ্যত কি? আদৌ কি তিনি এই মরসুমের বাকি সময় জুভেন্তাসের জার্সি পরে নামবেন?নাকি খেলে ফেলেছেন শেষ ম্যাচ? ম্যাঞ্চেস্টার সিটি যাওয়া কি শুধু সময়ের অপেক্ষা? এই জল্পনা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই জুভেন্তাসের কোচের মন্তব্যে নতুন করে জল্পনা।

জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন, “আমাকে রোনাল্ডো জানিয়েছেন, তিনি আর জুভেন্তাসে খেলতে চাননা।সেজন্যই শনিবার এম্পোলির বিরুদ্ধে দলে তাঁকে রাখা হয় নি।” এই মন্তব্যের পর ফের নতুন করে জল্পনা। কারন, জুভেন্তাস কোচ অ্যালেগ্রি জানিয়েছিলেন, “রোনাল্ডো জুভেন্তাসে থাকতে চান।” অ্যালেগ্রির নতুন মন্তব্যে তাই জল্পনা বাড়ছে। মাঝের ১ সপ্তাহে কি এমন হল যে রোনাল্ডোর জুভেন্তাস ছাড়া ক্রমশ জোরালো হল? বুধবার তো অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন বলে সপ্তাহান্তে এম্পোলির বিরুদ্ধে অনিশ্চিত হয়ে পড়েছিলেন রোনাল্ডো। তবে জুভেন্তাসে থাকতে চাননা বলে তাঁকে এম্পোলির বিরুদ্ধে না রাখার তত্ত্ব কেন? তবে কি চোট গুরুতর ছিল না রোনাল্ডোর? অ্যালেগ্রির মন্তব্যের পর একের পর এক প্রশ্ন উঠে আসছে।

এদিন সকাল থেকে ঘটেছে একের পর এক ঘটনা। সকালবেলা ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার জুভেন্তাসের হয়ে অনুশীলন করবেন না রোনাল্ডো। তারপরেই ইতালির এক সংবাদমাধ্যম দাবি করে, অনুশীলনে এসেছিলেন রোনাল্ডো। তবে মাঠে নামার জন্য নয়। ড্রেসিংরুমে নাকি সতীর্থদের বিদায় জানাতে এসেছিলেন রোনাল্ডো। আরও একটি ইতালি সংবাদমাধ্যমের দাবি, এদিনই ক্লাবে তাঁর লকাররুমের থেকে জিনিসপত্র নিয়ে যান ক্রিশ্চিয়ানো।

অ্যালেগ্রির মন্তব্য ও রোনাল্ডোর দিনভর কার্যকলাপে একটা জিনিস স্পষ্ট, রোনাল্ডোর জীবনে জুবেন্তাসের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে চললেন কোথায়? ম্যঞ্চেস্টার সিটি? এবার নতুন জল্পনায় নাম উঠল যে  ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও।