গুরপ্রীতই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করার মোটিভেশন:উইলিয়ামস
বেঙ্গালুরু ম্যাচের সেরার পুরস্কার স্ত্রী আর দুই ছেলেকে উৎসর্গ করছেন ডেভিড উইলিয়ামস।
বেঙ্গালুরু ম্যাচের সেরার পুরস্কার স্ত্রী আর দুই ছেলেকে উৎসর্গ করছেন ডেভিড উইলিয়ামস। অসি স্ট্রাইকার বলছেন, “আমি ওদের ছেড়ে এতদূরে এসেছি,তা সত্বেও ওরা আমাকে নানাভাবে উদ্বুদ্ধ করে। সবার শেষে প্রবীর দাসের কথাও বলতে হবে। সোমবার ছিল প্রবীরের জন্মদিন। ম্যাচটা জিতেছি বলে ওরও দিনটা ভাল কাটলো। ওকেও তাই গোলটা উৎসর্গ করছি।”
David Williams’ super strike and all-round performance helped him to win his first Hero of the Match Award this season. Carl McHugh bags the Winning Pass of the Match award for setting up the goal. ?❤️#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #IndianFootball #ATKMBBFC pic.twitter.com/bYosXRrf95
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 21, 2020
গত বছর এটিকের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটির। এবছর সবুজ-মেরুন জার্সিতে এখনও সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি তাদের। উইলিয়ামস বলছেন, “রয় কৃষ্ণা ফর্মেই রয়েছেন। আমিও সেরাটা দেওয়ার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি যুগলবন্দী দেখা যাবে।”
আরও পড়ুন:আড়াই কোটিতে বিক্রি ডনের ব্যাগি গ্রিন
আপাতত কয়েকদিনের বিশ্রাম। ২৯ তারিখ বছরের শেষ ম্যাচে মোহনবাগানের সামনে চেন্নাইয়ান এফ সি।উইলিয়ামসের বিশ্বাস শারীরিকভাবে আরও ভাল জায়গায় থেকে মাঠে নামতে পারবেন তিনি।