Mohun Bagan: ‘টুটু বসু নির্বাচনে লড়লে…’, সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেবাশিস দত্ত

Mohun Bagan Election Campaign: ছোট ছেলে সৃঞ্জয় বসুর জন্য প্রচারে নামবেন, পরিষ্কার করে দিয়েছিলেন। এ দিন দেবাশিস দত্ত তাঁর মত তুলে ধরেন। টুটু বসু প্রসঙ্গ আসতেই শ্রদ্ধা ঝরে পড়ল দেবাশিস দত্তর গলায়। কার্যত বাবার আসনেই বসালেন টুটু বসুকে।

Mohun Bagan: টুটু বসু নির্বাচনে লড়লে..., সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেবাশিস দত্ত
Image Credit source: OWN Arrangement

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 23, 2025 | 7:36 PM

নির্বাচনী ইসতেহার প্রকাশ? যদিও মোহনবাগান শাসক গোষ্ঠী এভাবে বলছে না। মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত এ দিন তুলে ধরেছেন, বর্তমান কমিটি কী করেছে এবং আগামীতে কী করতে চায়। এর মাঝে অবশ্য বারবার উঠে এল টুটু বসু প্রসঙ্গও। কিছুদিন আগেই সভাপতি পদে ইস্তফা দিয়েছিলেন মোহনবাগানের অভিভাবক। নির্বাচনে লড়বেন এমনটা জানাননি। তবে ছোট ছেলে সৃঞ্জয় বসুর জন্য প্রচারে নামবেন, পরিষ্কার করে দিয়েছিলেন। এ দিন দেবাশিস দত্ত তাঁর মত তুলে ধরেন। টুটু বসু প্রসঙ্গ আসতেই শ্রদ্ধা ঝরে পড়ল দেবাশিস দত্তর গলায়। কার্যত বাবার আসনেই বসালেন টুটু বসুকে।

পরিষ্কার বললেন, ‘বাবা বকতেই পারেন ছেলে মেয়েকে। ওনার অধিকার আছেই আমাকে বকা ঝকার। ওনার পরিবার যখন যখন বিপদে পড়েছে সেখানে দেবাশিস ছিল আর ছোট ছেলে ছিল। ২০১৪ সালের ঘটনা। আমি ব্যক্তিগত ভাবে সভাপতির জন্য টুটুবাবুর নাম প্রস্তাব করব। একার সিদ্ধান্ত নিয়ে কিছু হয় না। কমিটির সিদ্ধান্ত নিয়ে হয়। তবে আমার প্রস্তাব থাকবে টুটু বসুর নাম সভাপতি হিসেবে।’

এখানেই শেষ নয়, দেবাশিস দত্ত আরও যোগ করেন, ‘আমাকে টুটুদা হাত ধরে নিয়ে এসেছিলেন। অঞ্জন মিত্র গড়ে তুলেছিলেন। টুটু বসু, অঞ্জন মিত্রর আশীর্বাদ ছিল বলে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। টুটুদা যদি সচিব পদে লড়তে চান। ৩ বছর কাজ করতে চান। আমি এই নির্বাচন লড়ব না। আমার সঙ্গে টুটুদার এই লড়াই হতে পারে না। আপনি যদি চালান, এই নির্বাচন লড়ব না। কিন্তু ৬ মাসের মধ্যে যদি চলে যান আর ছেলেকে বসান আমি তাহলে শুনব না।’