AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Derby, Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ

Emami East Bengal vs ATK Mohun Bagan Durand Cup 2022: তিনবছর পর তিলোত্তমায় ফিরছে বাঙালির চিরন্তন ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াই। রবিবার যুবভারতীতে মুখোমুখি হচ্ছে দুটি দল।

Kolkata Derby, Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 7:11 PM
Share

কলকাতা: তিনবছরের অপেক্ষার শেষ। তিলোত্তমায় ফিরছে আবেগের, ঐতিহ্যের ডার্বি (Kolkata Derby)। রবিবার ডুরান্ড কাপে (Durand Cup 2022) মুখোমুখি লাল হলুদ ও সবুজ মেরুন। ম্যাচের উত্তেজনার আঁচ পাওয়া গিয়েছে শুক্রবার থেকেই। টিকিটের জন্য হাহাকার। দুই ক্লাবের বাইরে রেলগাড়ির মতো লাইন। টিকিট না পেয়ে মোহনবাগান সমর্থকদের ক্ষোভে ফেটে পড়ে পথ অবরোধ, ডার্বির চেনা ছবিটা ফিরে এসেছে ময়দানে। যাঁরা টিকিট পাননি তাঁরা শনিবার কলকাতায় অঝোরে বৃষ্টির মধ্যে ছাতা হাতে ক্লাবের সামনে লাইন দিয়েছিলেন। যদি একটা টিকিট পাওয়া যায়।

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে সফল দুটি দল হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুটি দলেরই ঝুলিতে ১৬টি করে ট্রফি জয়ের নজির রয়েছে। তবে ২০২২ ডুরান্ড কাপের ১৩১তম সংস্করণে দুই ক্লাবের পারফরম্যান্স ও পরিসংখ্যানে যেন খাপ খাচ্ছে না। ডুরান্ডে এখনও পর্যন্ত দুটি দলেরই দুটো করে ম্যাচ খেলা হয়েছে। একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ইস্ট-মোহন কোনও টিমই।গ্রুপ বি-তে ভারতীয় নৌসেনা এবং রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে দুটি ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে ইস্টবেঙ্গলের স্থান দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। এটিকে মোহনবাগান একটি ম্যাচে হার ও একটিতে ড্র করে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। চারটি গ্রুপ থেকে শুধুমাত্র প্রথম দুটি টিম কোয়ার্টার ফাইনালে পা রাখবে।

ডার্বি নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার স্টেডিয়ামে ষাট হাজার দর্শকের উপস্থিত থাকার কথা রয়েছে। এই বিশাল সংখ্যক দর্শকদের সামলাতে ম্যাচের দিন যুবভারতী স্টেডিয়াম ঘিরে থাকবে প্রায় দুই হাজার পুলিশ। খেলা শুরুর আগে থেকে ম্যাচ শেষে স্টেডিয়াম ফাঁকা না হয়ে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দেবে পুলিশ। কোনওরকম দাহ্য পদার্থ, জলের বোতল, বাজি পটকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। পুলিশের পক্ষ থেকে দর্শকদের মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে।

কখন শুরু হবে ম্যাচ?

রবিবার অর্থাৎ ২৮ অগস্ট সন্ধ্যা ছটা থেকে শুরু হবে ডার্বি।

কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার?

লাইভ ম্যাচ দেখা যাবে Sports18 1, Sports 18 1HD and Sports18 Khel TV চ্যানেলে। এছাড়া মোবাইলে VOOT অ্য়াপ এবং JioTV-তে দেখতে পারবেন সরাসরি সম্প্রচার। এছাড়া ডার্বির প্রতিমুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন টিভি নাইন বাংলার লাইভ পেজে।