
কলকাতা লিগে ডার্বি জয়। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল সিনিয়র দলের শুরুটাও হয়েছে খুবই ভালো। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে পাঁচ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম বার ডুরান্ড কাপে নামা দলের বিরুদ্ধে দাপুটে জয়। যদিও ইস্টবেঙ্গল সে কারণেই বেশি সতর্ক। প্রথম ম্যাচের প্রতিপক্ষ আর আজকের, এক নয়। ডুরান্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামধারি এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। অপরিচিত প্রতিপক্ষ। সে কারণেই সতর্ক হওয়া জরুরি। জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
গ্রুপে নিজেদের প্রথম দু-ম্যাচেই জিতেছে নামধারি এফসি। শীর্ষস্থানে রয়েছে তারা। ইস্টবেঙ্গল এক ম্যাচ খেলেছে। সেটাতে পাঁচ গোলে জয়। ফলে নামধারি এফসির কাছে এটিই শেষ সুযোগ। হারলে ৬ পয়েন্টেই আটকে থাকবে তারা। গোল পার্থক্যও কমবে। অন্য দিকে, ইস্টবেঙ্গল জিতলেও ৬ পয়েন্ট হবে। গোলপার্থক্যেও এগিয়ে যাবে। ইস্টবেঙ্গল হারলে চাপ বাড়বে। অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ এবং গ্রুপের অন্য ম্যাচের দিকেও।
পঞ্জাবের টিম নামধারি এফসি আর্জেন্টাইন কোচের প্রশিক্ষণে ভালো পারফর্ম করছে। দু-ম্যাচে ছয় গোল, পয়েন্টও ছয়। আত্মবিশ্বাসের দিক থেকে দু-দলই সমান জায়গায়। আজ কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে ইস্টবেঙ্গলকে। তবে লাল-হলুদ শিবিরের ক্ষেত্রে আরও একটা সমস্যা রয়েছে। দু-ম্যাচের মাঝে দীর্ঘ গ্যাপ পেয়েছে তারা। ফলে ম্যাচ প্র্যাক্টিসের অভাব বা বলা ভালো সেই একই ছন্দ বজায় রাখা।
ইস্টবেঙ্গল বনাম নামধারি এফসি, সন্ধে ৭টা, সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভে লাইভ স্ট্রিমিং