Durand Cup 2025: আজ মিনি ডার্বি দিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

Durand Cup 2025, Kolkata Mini Derby: এ বার আইএসএল নিয়ে ধোঁয়াশা কাটেনি। তাই আইএসএলের টিমগুলির কাছে ডুরান্ড কাপ দুর্দান্ত সুযোগ ট্রফি জেতার। কলকাতার চারটি ক্লাব ডুরান্ডে খেলছে। বাকি তিন দল ডুরান্ড অভিযান আগে শুরু করেছে। আজ নামছে মোহনবাগান।

Durand Cup 2025: আজ মিনি ডার্বি দিয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের
Image Credit source: X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 31, 2025 | 12:53 AM

ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, গত মরসুমে আইএসএল লিগ শিল্ডের পাশাপাশি নকআউট ট্রফিও জিতেছে। টানা দু-বার লিগ শিল্ড জয়েরও নজির মোহনবাগানের। গত মরসুমে ডুরান্ড কাপেও ট্রফির খুব সামনে ছিল সবুজ মেরুন। এ বার আইএসএল নিয়ে ধোঁয়াশা কাটেনি। তাই আইএসএলের টিমগুলির কাছে ডুরান্ড কাপ দুর্দান্ত সুযোগ ট্রফি জেতার। কলকাতার চারটি ক্লাব ডুরান্ডে খেলছে। বাকি তিন দল ডুরান্ড অভিযান আগে শুরু করেছে। আজ নামছে মোহনবাগান।

ডুরান্ডে আজ মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। মিনি ডার্বি দিয়ে লড়াই শুরু। মহমেডান ক্লাব টুর্নামেন্ট শুরু করেছিল ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে। গত মরসুমে প্রথম বার আইএসএলে সুযোগ পেয়েছিল সাদা-কালো ব্রিগেড। শুরুতেই দুর্দান্ত ফলের আশা না করাই শ্রেয়। তবে একটি রোগ কিছুতেই সারিয়ে উঠতে পারছিল না মহমেডান স্পোর্টিং। ম্যাচের শেষ মুহূর্তে গোল খাওয়া। এ মরসুমেও সেই একই রোগ। প্রথম ম্যাচে ডায়মন্ডহারবার এফসির সঙ্গে সমতায় ছিল। ইনজুরি টাইমে গোল খেয়ে পয়েন্ট হাতছাড়া হয়।

মোহনবাগানের কাছে যদিও এই ম্যাচটা এত সহজ নয়। মরসুমের প্রথম ম্যাচ। প্র্যাক্টিসের সঙ্গে ম্যাচের অনেকটাই পার্থক্য। প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া তৈরি হতেও সময় লাগে। তবে মোহনবাগানের ক্ষেত্রে বড় ইতিবাচক দিক, প্রায় একই টিম ধরে রাখা হয়েছে। মানসিক ভাবেও চাঙ্গা রয়েছে মোহনবাগান। ট্রফির লক্ষ্যে শুরুটা ভালো হওয়া প্রয়োজন। মোহনবাগানের নজরে একটা ধামাকাদার শুরু।

মোহনবাগান বনাম মহমেডান স্পোর্টিং, সন্ধে ৭টা, সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভে লাইভ স্ট্রিমিং