Durand Cup, Kolkata Derby: আরজি কর কাণ্ডের জের, রবিবারের ডুরান্ড ডার্বি বাতিল

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 17, 2024 | 4:41 PM

RG Kar Case: যুবভারতীতে আরজি কর কাণ্ডের রেশ পড়ার আশঙ্কা। বারবার শোনা যাচ্ছিল, রাজ্যের এই পরিস্থিতিতে ডার্বি আয়োজনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেই পথেই এ বার হাঁটতে চলেছে আয়োজকরা।

Durand Cup, Kolkata Derby: আরজি কর কাণ্ডের জের, রবিবারের ডুরান্ড ডার্বি বাতিল
Durand Cup, Kolkata Derby: আরজি কর কাণ্ডের জের, রবিবারের ডুরান্ড ডার্বি বাতিল

Follow Us

কলকাতা: ডার্বির স্রোতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার জন্য সুবিচার চাইবেন ভেবেছিলেন ইস্ট-মোহন সমর্থকরা। কিন্তু রবিবারের ডুরান্ড কাপ (Durand Cup) ডার্বিতে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছে পুলিশ। রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ডুরান্ড কাপের আয়োজক কমিটির দফায় দফায় বৈঠক। সূত্রের খবর, আরজি কর (RG Kar) কাণ্ডের জেরে রবিবারের ডুরান্ড ডার্বি বাতিল। রাজ্যের এই পরিস্থিতিতে ডার্বি আয়োজনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। বৈঠক এখনও শেষ হয়নি। বড় ম্যাচের সমস্ত টিকিট আগেই বিক্রি হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার থেকেই ডার্বি ম্যাচ বাতিল নিয়ে আলোচনা চলছিল।

আরজি কর ঘটনার ঢেউ আছড়ে পড়তে পারে গ্যালারিতে। যে কারণে ডুরান্ড ডার্বি বাতিল করে দেওয়া হল। সূত্রের খবর, সেক্ষেত্রে দুই প্রধানকে ১ পয়েন্ট করে দেওয়া হবে। একইসঙ্গে যে সমর্থকরা ডার্বি ম্যাচের টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা রিফান্ড করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা প্রচার করছিলেন, ডার্বির দিন তাঁরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে একজোট হবেন। রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। তাতে যুবভারতীতে ডার্বি ম্যাচ হলে শৃঙ্গলাভঙ্গ হতে পারত। এমন আশঙ্কায় সেনার এই টুর্নামেন্টে কলকাতা ডার্বি ম্যাচ বাতিল হয়েছে। কিন্তু ডার্বির ঠিক আগের দিন তা বাতিল হওয়ায়, রীতিমতো হতাশ দুই প্রধানের সমর্থকরা। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে জামশেদপুরে ডার্বির বাকি ম্যাচ সরতেও পারে।

Next Article