সব মিলিয়ে টানা ৬ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগে টানা ৪ ম্যাচ। হারের হ্যাটট্রিকের পরই দায় নিয়ে কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বর্তী সময়ে দায়িত্ব সামলেছেন বিনো জর্জ। নতুন কোচ অস্কার ব্রুজো সবে ভিসা পেয়েছেন। শনিবার এই স্প্যানিশ কোচের লাল-হলুদ ডাগ আউটে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। মরসুমের শুরুতে হেভিওয়েট দল গড়েও ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতে পারছে না ইস্টবেঙ্গল। শনিবার বড় ম্যাচ। মর্যাদার ডার্বি। এ বারের আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে ক্লেটনরা। শনিবার বিনো জর্জের সামনে কঠিন পেপার। উতরে যেতে চাইছেন সমর্থকরা। প্রিয় দলের দুঃসময়েও আশায় বুক বাঁধছে লাল-হলুদ জনতা।
বড় ম্যাচের ৪৮ ঘণ্টা আগে লাল-হলুদ ফুটবলারদের নিয়ে বৈঠকে কর্তারা। বিনিয়োগকারী সংস্থার ৪ কর্তা হাজির ছিলেন ক্লাব তাঁবুতে। লক্ষ্মীবারের বিকেলে অনুশীলন শেষে ক্লাব তাঁবুতেই চলল মেগা মিটিং। ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট মুরারি লাল লোহিয়া, প্রধান উপদেষ্টা ডাক্তার প্রণব দাশগুপ্ত, শীর্ষকর্তা দেবব্রত সরকার ছিলেন বৈঠকে। বিনিয়োগকারী সংস্থার আদিত্য আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, বিভাস আগরওয়াল আর মণীশ গোয়েঙ্কা ছিলেন বৈঠকে।
কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কর্তারা। আইএসএলে টানা চার ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে। ফুটবলারদের মানসিক ভাবে উজ্জীবিত করলেন কর্তারা। বড় ম্যাচ জিতলেই দলের পরিবেশ পাল্টে যেতে পারে। সেটাই ফুটবলারদের বোঝান কর্তারা। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ইস্টবেঙ্গল মরিয়া কামড় বসাতে তৈরি শনিবারের বড় ম্যাচে।