Kolkata Maidan: বারপুজোয় দুই প্রধানে থাকছে এলাহি আয়োজন

মোহনবাগান ক্লাবের বারপুজো এ বারের বিশেষ আকর্ষণ। ২ বছর পর বারপুজোয় থাকছেন ফুটবলাররা। শুক্র সকালেই প্রীতম, প্রবীরদের ঘিরে দেখা যাবে সেই চেনা ভিড়। যদিও কোচ হুয়ান ফেরান্দো, ডেভিড উইলিয়ামসদের আসার সম্ভাবনা কম। কারণ একই দিনে পড়েছে গুড ফ্রাইডে।

Kolkata Maidan: বারপুজোয় দুই প্রধানে থাকছে এলাহি আয়োজন
ইস্টবেঙ্গল ও মোহনবাগান বারপুজোর জন্য প্রস্তুত। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 7:37 PM

কলকাতা: কোভিডের কারণে ২ বছর থমকে ছিল ময়দানের সমস্ত আয়োজন। করোনার চোখরাঙানিতে ময়দানে আসা থেকে বঞ্চিত ছিলেন ক্রীড়াপ্রেমী মানুষরা। শুক্রবার থেকে এক নতুন পথ চলা শুরু। পয়লা বৈশাখে এ বার জাঁকজমক আয়োজন দুই প্রধানের। শুক্র সকালেই সমস্ত পথ গিয়ে মিশবে লেসলি ক্লডিয়াস সরণি কিংবা গোষ্ঠপাল সরণিতে। ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজো সকাল ৭টা ৫০ মিনিটে। প্রথমে ঠিক হয়েছিল, সকাল ১০টায় ক্লাবের বারপুজো অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বারপুজোর সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেক বার বারপুজোয় ক্লাবের অধিনায়কের নাম ঘোষণা করে ইস্টবেঙ্গল। আর সেই অধিনায়কের হাত ধরেই শুরু হয় বারপুজো। কিন্তু এ বারে তা আর হচ্ছে না। অন্যদিকে মোহনবাগানে বারপুজো শুরু সকাল ৯টায়।

মোহনবাগান ক্লাবের বারপুজো এ বারের বিশেষ আকর্ষণ। ২ বছর পর বারপুজোয় থাকছেন ফুটবলাররা। শুক্র সকালেই প্রীতম, প্রবীরদের ঘিরে দেখা যাবে সেই চেনা ভিড়। ৫ বাঙালি ফুটবলারসহ কোচ হুয়ান ফেরান্দো আসছেন মোহনবাগান ক্লাবে।

দুই প্রধানেই থাকছে খাবারের এলাহি আয়োজন। ইস্টবেঙ্গলের মেনু- ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝিরিঝিরি আলুভাজা, এচোড়ের তরকারি, ফিশ ফ্রাই, চিকেন কারি, চাটনি। অন্য দিকে মোহনবাগানে থাকছে- রাধাবল্লভী, চোলার ডাল, আলুর দম, বোঁদে, পান্তুয়া।

এ দিকে শুক্রবারই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। শুক্রবার সকাল এগারোটায় বাটানগরে ক্লাবের আনুষ্ঠানিক উন্মোচন। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

আরও পড়ুন: Diego Maradona: মারাদোনার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ ডাক্তারকে তলব আদালতের