Kolkata Derby: কলকাতা ডার্বির দিন ঘোষণা, ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই ইস্টবেঙ্গল-মোহনবাগান

Durand Cup 2025: গত দু-তিন দিন নানা জল্পনা হিসেব চলছিল। বড় ম্যাচের সম্ভাবনাই বেশি ছিল। আপাতত আর কোনও জল্পনা নয়। ডুরান্ড কাপের তরফে সোশ্যাল মিডিয়ায় একে একে কোয়ার্টার ফাইনালের লাইন আপ দেওয়া হয়। এরপরই চিত্রটা পরিষ্কার হতে শুরু করেছিল।

Kolkata Derby: কলকাতা ডার্বির দিন ঘোষণা, ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই ইস্টবেঙ্গল-মোহনবাগান
Image Credit source: EAST BENGAL, X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 12, 2025 | 10:32 PM

মরসুমের প্রথম ডার্বি হয়েছিল কলকাতা লিগে। বিদেশিহীন কলকাতা ডার্বি। চেনা মুখ ছিল বেশ কয়েকজন। তবে সেই ডার্বির উত্তেজনার পারদ আরও চড়ছে। কারণ, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই। গত দু-তিন দিন নানা জল্পনা হিসেব চলছিল। বড় ম্যাচের সম্ভাবনাই বেশি ছিল। আপাতত আর কোনও জল্পনা নয়। ডুরান্ড কাপের তরফে সোশ্যাল মিডিয়ায় একে একে কোয়ার্টার ফাইনালের লাইন আপ দেওয়া হয়। এরপরই চিত্রটা পরিষ্কার হতে শুরু করেছিল। অবশেষে চতুর্থ কোয়ার্টার ফাইনালের লাইন আপও। ১৭ অগস্ট অর্থাৎ আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি।

ডুরান্ড কাপে দু-দলই বিধ্বংসী ফর্মে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতেছে মোহনবাগান। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে। আলাদা করে বলতে হয় লিস্টন কোলাসোর কথা। এ মরসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে। গ্রুপেই পাঁচ গোল করেছেন লিস্টন। কলকাতা ডার্বিতে নায়ক হয়ে ওঠাই লক্ষ্য থাকবে। তেমনই জেমি ম্যাকলারেন, সাহালরাও গোলের মধ্যে রয়েছেন।

ইস্টবেঙ্গলও পিছিয়ে নেই। গ্রুপের প্রথম ম্যাচে পাঁচ গোল দিয়েছিল অস্কার ব্রুজোর টিম। দ্বিতীয় ম্যাচে নতুন বিদেশি এহদাদের গোলে জয়। গ্রুপের শেষ ম্যাচে আধডজন গোল দিয়েছে লাল-হলুদ। মিসও তেমনই একঝাঁক। সেই সমস্যা মিটিয়ে উঠতে পারলে ইস্টবেঙ্গল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সব মিলিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর, হাড্ডাহাড্ডি ডার্বির অপেক্ষা।