Cleiton Silva: ‘অশান্তি’ ঝেড়ে ফেলল ইস্টবেঙ্গল! প্র‍্যাক্টিস চলাকালীনই দল থেকে ছেঁটে ফেলা হল ক্লেটনকে!

East Bengal: সুপার কাপে গতবারের নায়ক ক্লেটন সিলভা। আর এ বার সুপার কাপ শুরুর আগেই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক লাল-হলুদের।

Cleiton Silva: অশান্তি ঝেড়ে ফেলল ইস্টবেঙ্গল! প্র‍্যাক্টিস চলাকালীনই দল থেকে ছেঁটে ফেলা হল ক্লেটনকে!
'অশান্তি' ঝেড়ে ফেলল ইস্টবেঙ্গল! প্র‍্যাক্টিস চলাকালীনই দল থেকে ছেঁটে ফেলা হল ক্লেটনকে!Image Credit source: East Bengal X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 16, 2025 | 6:04 PM

কলকাতা: ক্লেটন সিলভাকে (Cleiton Silva) ছেড়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপে গতবারের নায়ক। আর এ বার সুপার কাপ শুরুর আগেই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক লাল-হলুদের। যদিও ক্লেটন পর্ব অস্বস্তির মধ্যেই শেষ হল। শেষ কয়েকদিন ধরেই ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছিল না ব্রাজিলিয়ান তারকার। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে প্রকাশ্যে বার বার ঝামেলায় জড়াতে দেখা যায় ক্লেটনকে।

কিছুদিন আগে ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে একটি প্র্যাক্টিস ম্যাচ খেলেছিল। ক্লেটনকে সেই ম্যাচে অস্কার সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিলেন। এরপর পিছন থেকে তাঁকে খেলতে বলেন। ৩০-৪০ সেকেন্ড মাঠে ছিলেন অস্কার। কোচের কথা মানতে পারেননি। অনুশীলন মাঝপথে ছেড়ে বেরিয়ে যান মাঠ থেকে।

নববর্ষের দিন যা আরও তীব্র আকার ধারণ করে। একই ঘটনা ঘটে সেদিনও। অনুশীলনের সময় কোচের সময় ঝামেলায় জড়ায় ক্লেটন। সৌভিক চক্রবর্তী তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। সেই মাঠ ছেড়ে চলে যান ক্লেটন।

আজ, বুধবার অনুশীলনে এলেও ক্লেটন সিলভাকে নামতে দেওয়া হয়নি। যার ফলে প্র্যাক্টিস গ্রাউন্ড থেকেই বাড়ি ফিরে যান তিনি। কয়েক মিনিটের মধ্যেই ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, ক্লেটনকে ছেড়ে দেওয়া হল। ক্লেটনের মতো তারকার সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্কের ইতি ঘটতেই নেটিজ়েনরা বলাবলি করছেন, ‘শেষ অবধি লড়াই জিতলেন অস্কার।’

ক্লেটনকে ছাড়ার যে পোস্ট করেছিল ইস্টবেঙ্গল, সেখানে অনেকে এই ধরনের কমেন্ট করেছেন।