AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: হায়দরাবাদের স্প্যানিশ মিডিও বোরহা হেরেরাকে সই করাল ইস্টবেঙ্গল

Borja Herrera : স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে সই করিয়ে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল (East Bengal)।

East Bengal: হায়দরাবাদের স্প্যানিশ মিডিও বোরহা হেরেরাকে সই করাল ইস্টবেঙ্গল
East Bengal: হায়দরাবাদের স্প্যানিশ মিডিও বোরহা হেরেরাকে সই করাল ইস্টবেঙ্গল
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 3:02 PM
Share

কলকাতা : টানা ব্যর্থতার দায় আর কতদিন সহ্য করা যায়? এ বার সকল ব্যর্থতা ছেড়ে ফেলতে মরিয়া ইস্টবেঙ্গল। নতুন মরসুমে, নতুন উদ্যমে দলগঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছে ইস্টবেঙ্গল। শুধু স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে সই করিয়েই থেমে থাকছে না লাল-হলুদ শিবির। বরং ভালো টিম গড়ার দিকেও ফোকাস করেছেন কর্তারা। এ বার স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরাকে (Borja Herrera) সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরসুমে স্প্যানিশ মিডিও বোরহা হায়দরাবাদ এফসিতে খেলেছিলেন। এ বার এক বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে যোগ দিলেন বোরহা। আজ, ১২ জুন সোমবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। গত ১৯ মে TV9Bangla-য় প্রকাশিত হয়েছিল – East Bengal: ইস্টবেঙ্গলে প্রায় পাকা স্প্যানিশ মিডিও বোরহা। এ বার সেই খবরেই সিলমোহর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গত মরসুমের আইএসএলে হায়দরাবাদের জার্সিতে ২২টা ম্যাচ খেলেছিলেন বোরহা হেরেরা। ৪টি গোলও করেছিলেন তিনি। এ ছাড়াও ডুরান্ড কাপে ৫টি ও সুপার কাপে ৩টি ম্যাচে খেলেছিলেন বোরহা হেরেরা। চলতি বছরের মে মাসে হায়দরাবাদের সঙ্গে বোরহা হেরেরার চুক্তি শেষ হয়েছে। তাঁকে দলে টানার জন্য বেশ কয়েকদিন ধরেই তক্কে তক্কে ছিল ইস্টবেঙ্গল।

স্প্যানিশ মিডিও বোরহাকে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘স্কোয়াডে বোরহাকে নেওয়ার সিদ্ধান্তটা অসাধারণ। ওর অফেন্স আর ডিফেন্স আমাদের সাহায্য করবে। ভারতে ইতিমধ্যেই ও আইএসএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। তাই এই টুর্নামেন্টে খেলতে ও অভ্যস্ত। ও গত মরসুমে হায়দরাবাদ এফসির গুরুত্বপূর্ণ সদস্য ছিল। এবং আমি নিশ্চিত যে ওর জন্য আমাদের দল ভীষণ উপকৃত হবে।’

বোরহা হেরেরার ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে ইমামি গ্রুপের চিফ মার্কেটিং অফিসার দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আইএসএলের সবচেয়ে সম্পূর্ণ মিডফিল্ডারদের একজন হলেন বোরহা হেরেরা। তাঁর অভিজ্ঞতার গভীরতা এবং নেতৃত্বের গুণাবলি আমাদের দলকে মাঠ ও মাঠের বাইরে প্রচুর শক্তি প্রদান করবে।’