
কলকাতা: আইএসএল নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলগঠনে কোনও খামতি রাখেনি ইস্টবেঙ্গল। নতুন মরসুমের প্রথম থেকেই পুরোদমে অনুশীলন শুরু লাল-হলুদের। রবিবার ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু কোচ অস্কার ব্রুজোর। নতুন বিদেশি প্যালেস্তাইনের মহম্মদ রাশিদও দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন। এছাড়া দিমিত্রিয়স ডায়ামান্টাকোসও প্র্যাকটিস করলেন দলের সঙ্গে। বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকা, মার্তান্ড রায়না একঝাঁক নতুন ভারতীয় ফুটবলার এবার ইস্টবেঙ্গল দলে। সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে। রবিবারের বিকেলে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডেও প্রচুর লাল-হলুদ সমর্থক উপস্থিত ছিলেন প্রিয় দলের অনুশীলন দেখতে। একঝলকে দেখলে মনে হবে, যেন বড় ম্যাচের প্রস্তুতি চলছে।
ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল নবাগত দুই বিদেশি ব্রাজিলের মিগুয়েল ফেরেইরা আর আর্জেন্টিনার কেভিন সিবিল্লে। পেলে আর মারাদোনার দেশের দুই ফুটবলারকে ঘিরে লাল-হলুদ জনতার গগনচুম্বী প্রত্যাশা। মিগুয়েল এর আগে বাংলাদেশে বসুন্ধরা কিংসে খেলেছেন। কলকাতার পরিবেশও তাঁর কাছে নতুন নয়। অস্কার ব্রুজোর কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আছে। ইস্টবেঙ্গলে আবার রিইউনিয়ন হল তাঁদের।
মেসির দেশের ডিফেন্ডার কেভিন সিবিল্লে ভারতে প্রথম। বিমানবন্দরে টের পেয়েছিলেন কলকাতার ফুটবলের উন্মাদনা। ইস্টবেঙ্গল অনুশীলনে এসেও সেই উত্তাপ টের পেলেন। বুঝতে পারছেন, তাঁকে ঘিরে প্রত্যাশা অনেক। মিগুয়েল, কেভিন কেউই এদিন অনুশীলন করেননি। সাউল ক্রেসপো আজ সকালে এসেছেন। তিনিও অনুশীলনে আসেন। তবে বল পায়ে মাঠে নামেননি। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর রাশিদরা বল পায়ে অনুশীলন শুরু করতেই টিম হোটেলে ফিরে যান মিগুয়েল, কেভিন, ক্রেসপোরা। দীর্ঘ বিমানযাত্রা কাটিয়ে কলকাতায় এসেছেন। কেভিন, মিগুয়েলদের তাই বিশ্রাম দিলেন কোচ। গতকাল থেকে বৃষ্টি হয়েছে। ভেজা মাঠে তাই এখনি মিগুয়েলদের হার্ড ট্রেনিং করানোর ঝুঁকি নিতে চাইছেন না অস্কার।
২৩ তারিখ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। সেই ম্যাচেই লাল-হলুদ জার্সিতে নবাগত বিদেশিদের কারও অভিষেক হয় কিনা সেটাই দেখার।