Parimal Dey Death: প্রয়াত ’৭০-র শিল্ড ফাইনালের নায়ক পরিমল দে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 01, 2023 | 12:15 PM

Parimal Dey: প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। বয়স হয়েছিল ৮২ বছর। অ্যালজাইমারে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

Parimal Dey Death: প্রয়াত ’৭০-র শিল্ড ফাইনালের নায়ক পরিমল দে

কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে (Parimal Dey)। বয়স হয়েছিল ৮২ বছর। অ্যালজাইমারে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। মঙ্গলবার রাত ১২.১৫ মিনিটে কসবায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের জংলাদা। ১৯৭০ আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিপক্ষে গোল ছিল পরিমল দে-র। সুদর্শন চেহারার পরিমল আদতে ছিলেন লাল-হলুদের নায়কই। স্মৃতি সতত সুখের হয়। তবে সেই স্মৃতি কখনও হারিয়ে যায় অসুখেও। পরিমল দে-র স্মৃতিও হারিয়ে গিয়েছিল অসুখে। তবে ‘ইস্টবেঙ্গল’ (East Bengal) নাম শুনলে যেন লড়াইয়ের মন্ত্র খুঁজে পেতেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবেঙ্গলে সই করেছিলেন পরিমল দে। টানা ৬ বছর লাল-হলুদে খেলেছেন তিনি। খেলতেন ফরোয়ার্ড পজিশনে। ১৯৬৮ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন তিনি। ময়দানে জংলাদা নামেই খ্যাত হয়ে উঠেছিলেন। ২০১৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দেয় ইস্টবেঙ্গল।

১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের নায়ক হয়ে গিয়েছিলেন পরিমল দে। ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে তাঁর করা একমাত্র গোলেই হারায় ইস্টবেঙ্গল। ঐতিহাসিক শিল্ড চ্যাম্পিয়নের সেই মুহূর্ত অমলিন লাল-হলুদ সমর্থকদের কাছে। সেই ম্যাচে শুরু থেকে খেলেননি পরিমল দে। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই জয়সূচক গোল করেন। সমর্থকদের কাঁধে চেপে মাঠ ছেড়েছিলেন। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার রাতে প্রয়াত হন। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla