AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal : এক বছরের লোনে ইস্টবেঙ্গলে সই করলেন নিশু কুমার

ভালো দল গড়তে চুপিসারেই দলগঠনের কাজ করছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের পাঠানো লিস্ট মেনেই টিম তৈরি হচ্ছে।

East Bengal : এক বছরের লোনে ইস্টবেঙ্গলে সই করলেন নিশু কুমার
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 1:47 PM
Share

কলকাতা: চলতি মাসের ৫ জুন টিভি নাইন বাংলা ইঙ্গিত দিয়েছিল, নিশু কুমার ইস্টবেঙ্গলে (East Bengal) আসতে চলেছেন। সপ্তাহখানেকের মধ্যে সেটাই সত্যি হল। কেরালা ব্লাস্টার্স থেকে ১ বছরের লোনে লাল হলুদে সই করলেন নিশু কুমার (Nishu Kumar)। কোচ কার্লেস কুয়াদ্রাত লেফট ব্যাকে একজন অভিজ্ঞ ফুটবলারকে চেয়েছিলেন। নিশুর আগমনে সেই সমস্যার সমাধান হতে পারে। ইস্টবেঙ্গলের তরফে বিবৃতি দিয়ে নিশু কুমারকে স্বাগত জানিয়েছে ইস্টবেঙ্গল। ২০১৮-১৯ সালে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল জিতেছেন নিশু। এছাড়া ২০২১-২২ মরসুমের রানার্স টিম কেরালা ব্লাস্টার্সের সদস্য ছিলেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, “নিশুর গুণমান, অভিজ্ঞতা এবং বহুমুখিতা স্কোয়াডে আপ দারুণ সংযোজন। ইতিমধ্যেই কোচ কার্লেসের অধীনে আইএসএল জিতেছে। আমরা ওর জন্য অপেক্ষা করছি।” শতবর্ষের ইস্টবেঙ্গলে পা দিতে পেরে খুশি ২৫ বছরের নিশু। তিনি বলেছেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত বোধ করছি। ক্লাবের ফ্যান বেস অনেক বড়। প্লেয়ারদের কাছে এটা দারুণ অনুপ্রেরণাদায়ক। কোচ কার্লেসের অধীনে ফের খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত বোধ করছি। আগামী মরসুমে দলের হয়ে প্রচুর ম্যাচ খেলব এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

ভালো দল গড়তে চুপিসারেই দলগঠনের কাজ করছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের পাঠানো লিস্ট মেনেই টিম তৈরি হচ্ছে। বিদেশি ফুটবলারদের কার্যত ফাইনাল করে নেওয়ার পর দেশীয় ফুটবলারদের দিকে মনোযোগ দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি করেছিল ক্লাব। সিভেরিও, বোরহা, ক্রেসপোদের সঙ্গেও চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। দেশীয় ফুটবলারদের মধ্যে নন্ধাকুমার লাল হলুদে যোগ দিয়েছেন। ৭ বছর বাদে লাল-হলুদে ফিরতে চলেছেন হরমনজ্যোৎ সিং খাবরা। রহিম আলির জন্য এখনও অপেক্ষা করছে ক্লাব।