Souvik Chakrabarti: কণ্ঠরোধের চেষ্টা, সৌভিক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল ডিলিট!

Aug 18, 2024 | 12:35 PM

Souvik Chakrabarti on RG Kar Case: ডুরান্ড কাপে কলকাতা ডার্বিকে (Kolkata Derby) প্রতিবাদের মঞ্চ হিসেবে কাজে লাগানোর কথা ভেবেছিল দুই প্রধানের সমর্থকরা। কিন্তু সেই ডুরান্ড ডার্বিই বাতিল করে দিয়েছে আয়োজকরা। এরই মাঝে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সৌভিক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল ডিলিট।

Souvik Chakrabarti: কণ্ঠরোধের চেষ্টা, সৌভিক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল ডিলিট!
কণ্ঠরোধের চেষ্টা, সৌভিক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল ডিলিট!

Follow Us

কলকাতা: ‘তিলোত্তমা’র বিচার চেয়ে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের আঁচ খেলার মাঠেও পড়েছে। রবিবারের বড় ম্যাচ বাতিল। ডুরান্ড কাপে কলকাতা ডার্বিকে (Kolkata Derby) প্রতিবাদের মঞ্চ হিসেবে কাজে লাগানোর কথা ভেবেছিল দুই প্রধানের সমর্থকরা। কিন্তু সেই ডুরান্ড ডার্বিই বাতিল করে দিয়েছে আয়োজকরা। এরই মাঝে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) ফেসবুক প্রোফাইল ডিলিট। সোশ্যাল মিডিয়ায় আরজি কর কাণ্ডে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার। অথচ সোশ্যাল মিডিয়ায় পোস্টের কিছুক্ষণ বাদেই সৌভিকের প্রোফাইল আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। বাক স্বাধীনতা হারাতে হচ্ছে একজন ফুটবলারকে? এমন অদৃশ্য চাপ কীসের?

ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভক চক্রবর্তীর বাবা পেশায় চিকিৎসক। ডাক্তার অলোক চক্রবর্তী বরানগরের প্রসিদ্ধ চিকিৎসক। আরজি কর হাসপাতালে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করার পরই শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সরব হন সৌভিক। বড় ম্যাচ বাতিলের প্রভাব আর তিলোত্তমার খুন দুটো ঘটনাতেই থেমে থাকতে না পেরে ফেসবুকে পোস্ট ইস্টবেঙ্গলের মিডফিল্ডারের।

সৌভিক ফেসবুকে লিখেছিলেন, ‘ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে। আমরা চাই, একজন সন্তান হিসেবে, কোনো মায়ের কোল খালি না থাকুক। তাই ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত যত কঠিনই বাধা আসুক, আমরা থামব না। #RGKAR #WeWantJustice’

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তীর ফেসবুক পোস্ট।

লাল-হলুদের তারকা সৌভিকের ফেসবুক পোস্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরই ফেসবুক প্রোফাইল ডিলিট করে দেন সৌভিক। তারপর প্রশ্ন উঠেছে প্রতিবাদের জেরেই কি ডিলিট হল লাল-হলুদের তারকার ফেসবুক?

Next Article