ISL 2023-24: সূচি ঘোষণার মুহূর্তেই শেষ আইএসএলে কলকাতা ডার্বির টিকিট!

East Bengal vs Mohun Bagan: অনলাইন টিকিট বুকিং সংস্থার এ হেন কীর্তি দেখে অবাক ময়দানও। বড় ম্যাচের আয়োজনের দায়িত্বে মোহনবাগান। বিষয়টা তারা নাকি কিছুই জানেনা। পুরো দায়টাই অনলাইন টিকিট বুকিং সংস্থার ওপর চাপাচ্ছেন। আবার বাগানের এক কর্তা বলছেন, আজ সীমিত সংখ্যক টিকিট অনলাইনে ছাড়া হয়। ধাপে ধাপে বাকি টিকিট ছাড়া হবে। তবে প্রাইস ক্যাটেগরির বিষয়টা তাদের অবগত নয়।

ISL 2023-24: সূচি ঘোষণার মুহূর্তেই শেষ আইএসএলে কলকাতা ডার্বির টিকিট!
Image Credit source: EAST BENGAL, MOHUN BAGAN
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 7:18 PM

কলকাতা: মুহূর্তেই শেষ বড় ম্যাচের টিকিট ! আজই আইএসএলের পরবর্তী সূচি প্রকাশ করা হয়। ৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম বড় ম্যাচ। অনলাইন টিকিট বুকিং সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে টিকিট কাটতে গিয়েই বিপাকে পড়েন সমর্থকরা। ২০০,৩০০,৪০০ টাকার টিকিট সোল্ড আউট। ১৫০০ টাকার টিকিটও সোল্ড আউট দেখাচ্ছে। পড়ে রয়েছে ৫০০ আর ৩০০০ টাকা দামের টিকিট। এসব দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। বড় ম্যাচে এতগুলো টিকিটের ক্যাটেগরি? ৭ টা ভিন্ন দামের টিকিট। তার মধ্যে আবার ৫টাই দেখাচ্ছে সোল্ড আউট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অনলাইন টিকিট বুকিং সংস্থার এ হেন কীর্তি দেখে অবাক ময়দানও। বড় ম্যাচের আয়োজনের দায়িত্বে মোহনবাগান। বিষয়টা তারা নাকি কিছুই জানেনা। পুরো দায়টাই অনলাইন টিকিট বুকিং সংস্থার ওপর চাপাচ্ছেন। আবার বাগানের এক কর্তা বলছেন, আজ সীমিত সংখ্যক টিকিট অনলাইনে ছাড়া হয়। ধাপে ধাপে বাকি টিকিট ছাড়া হবে। তবে প্রাইস ক্যাটেগরির বিষয়টা তাদের অবগত নয়।

সাধারণত মিডল টিয়ারের টিকিটের দাম একটু বেশি থাকে। লোয়ার আর আপার টিয়ারের টিকিটের দাম বেশিরভাগ ক্ষেত্রেই এক থাকে। ভিআইপি আর ভিভিআইপি টিকিটের দাম আলাদা হয়। অনলাইন টিকিট বুকিং সংস্থার ওয়েবসাইটে ঢু মারলে দেখা যাচ্ছে A2 এবং C2 -র টিকিটের দাম আলাদা। ওই টিকিটের দাম ৫০০ টাকা রাখা হয়েছে। অনলাইন টিকিট বুকিং সংস্থার এ হেন প্রাইস ক্যাটেগরিতে বিভ্রান্তি ছড়িয়েছে ময়দানে।