East Bengal: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গলের মেয়েরা

AFC Women's Champions League: ছেলেদের ব্যর্থতা ঢেকে দিচ্ছেন সঙ্গীতা বাসফোররা। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের মেয়েদের সামনে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ড্র প্রকাশ হল। গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল।

East Bengal: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গলের মেয়েরা
Image Credit source: EAST BENGAL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 11, 2025 | 6:00 PM

কলকাতা: মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠে ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গল। প্রিলিমিনারি রাউন্ডে হারিয়ে দিয়েছে কম্বোডিয়ার ক্লাবকে। হংকংয়ের কিচি এফসির সঙ্গে ১-১ ড্র করে ইস্টবেঙ্গলের মেয়েরা। অ্যান্টনি অ্যান্ড্রুজের দল স্বপ্ন দেখাচ্ছে। ছেলেদের ব্যর্থতা ঢেকে দিচ্ছেন সঙ্গীতা বাসফোররা। এ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের মেয়েদের সামনে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ড্র প্রকাশ হল। গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল।

কুয়ালা লামপুরের ড্রয়ের দিকেই তাকিয়ে ছিলেন লাল-হলুদের সমর্থকরা। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে চিনের ক্লাব উহান জিয়াংদা, ইরানের ক্লাব বাম খাতুন এফসি আর উজবেকিস্তানের মহিলা দল নাসাফ এফসি। ধারে ভারে তিনটি দলই এগিয়ে ইস্টবেঙ্গলের চেয়ে। গ্রুপ পর্বে তাই কঠিন পরীক্ষা ফাজিলা ইকুয়াপুট, সুইটি দেবীদের সামনে।

গত বছর ভারতসেরা হয়েছিল ইস্টবেঙ্গল। সাফল্য ধরে রাখতে এ বছর আরও শক্তিশালী মহিলা দল তৈরি করেন লাল-হলুদ কর্তারা। গ্রুপ পর্বের লড়াই কঠিন হলেও, নিজেদের সেরাটা দিতে তৈরি সঙ্গীতারা। দেশের সম্মান জড়িয়ে আছে ইস্টবেঙ্গলের মহিলা দলের সঙ্গে। শুধু মাত্র ক্লাব হিসেবেই নয়, দেশেরও প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল। মেয়েদের ফুটবলে উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এএফসির টুর্নামেন্টে সাফল্য পেলে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তিনটে গ্রুপ থেকে প্রথম দুটো করে দল সরাসরি পৌঁছে যাবে নক আউটে। এছাড়া তৃতীয় স্থানে শেষ করা পয়েন্টের বিচারে প্রথম দুটো দলও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। তাই গ্রুপ পর্ব কঠিন হলেও, অঙ্ক বুঝে নিজেদের পরবর্তী ডেস্টিনেশন সেট করতে চায় ইস্টবেঙ্গল মহিলা দল।