AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বর্ণবিদ্বেষী মন্তব্য করে শাস্তির মুখে কাভানি

সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্য করে শাস্তির মুখে এডিসন কাভানি (EDINSON CAVANI)।

বর্ণবিদ্বেষী মন্তব্য করে শাস্তির মুখে কাভানি
সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্য করে শাস্তির মুখে ম্য়ানইউ স্ট্রাইকার এডিসন কাভানি। সৌ- টুইটার (ম্যানইউ)
| Updated on: Nov 30, 2020 | 10:53 AM
Share

TV9 বাংলা ডিজিটাল – ৯ বছর আগে দেশোয়ালি ভাই লুইস সুয়ারেসের যা হয়েছিল, তাই কি হতে চলেছে এডিনসন কাভানির (EDINSON CAVANI) সঙ্গে? পরিস্থিতি গড়াচ্ছে সেই দিকেই। সাউদাম্পটনের বিরুদ্ধে রবিবার রাতে জোড়া গোল করে জিতিয়েছেন টিমকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ভক্তরাও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু একটা রিপ্লাই কাভানিকে ভিলেন করে দিয়েছে। ম্যাচের পর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। তাতে এক বন্ধু অভিনন্দন জানিয়েছিলেন তাঁকে। তার জবাবে কাবানি লিখেছেন, ‘গ্রাসিয়াস নেগ্রিতো’। স্প্যানিশে যার তর্জমা করলে দাঁড়ায়, ‘ধন্যবাদ কালো মানুষ’। পরে ওই মেসেজ তিনি ডিলিটও করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে।

আরও পড়ুন- আবার খারাপ খবর, প্রয়াত ২০০২ বিশ্বকাপের তারকা

ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন বর্ণবিদ্বেষী যে কোনও আচরণের ক্ষেত্রে অত্যন্ত কড়া। এর সঙ্গে কোনও ফুটবলার জড়ালে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিই নেওয়া হয়। যাতে আর কখনও ওই রকম ঘটনা না ঘটে। উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেসের ক্ষেত্রেও যা ঘটেছিল এক সময়। তখন লিভারপুলে খেলতেন সুয়ারেস। বর্ণবিদ্বেষ বিতর্কে জড়িয়ে ৮ ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন। ৪০ হাজার পাউন্ড জরিমানাও দিতে হয়েছিল। কাভানির ঘটনাও সে দিকে গড়াতে পারে।

ঘটনা হল, মেসেজ মুছে দিলেও তা এফএ-র নজর এড়ায়নি। কর্তারা তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন। লাতিন আমেরিকায় ‘নেগ্রিতো’ শব্দটি বহুল পরিচিত। গায়ের রং যাঁদের কালো, তাঁদের অনেক সময় ওই নামে ডাকা হয়। কেউ কেউ আবার এও বলছেন, শুধু গায়ের রং নয়, চুলের রং কালো হলেও তাঁকে নেগ্রিতো বলা হয়। কিন্তু ওই স্প্যানিশ শব্দ যে অসম্মানজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কাবানিকেও তাই নির্বাসনের মুখে পড়তে হতে পারে। জরিমানাও হবে সে ক্ষেত্রে। তা যদি হয়, তা হলে চাপেই পড়ে যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।