African Nations Cup: ফাইনালে মিশর, সালাহ-মানে দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 04, 2022 | 6:00 PM

সালাহ সাধারণত টাইব্রেকারে দেশের হয়ে শেষ শটটা নিতে যান। কিন্তু ম্যাচ আগেই শেষ হয়ে যাওয়ায় আর টাইব্রেকারে শট নিতে যেতে হয়নি মিশরের রাজপুত্রকে। ম্যাচে দুই দলই গোল করার সুযোগ পায়। কিন্তু কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। টাইব্রেকারে প্রথম শটে দুই দলই গোল করে। কিন্তু পরের দুটো শট থেকে গোল করতে ব্যর্থ ক্যামেরুনের হ্যারল্ড মৌকাউদি আর জেমস লি সিলিকি।

African Nations Cup: ফাইনালে মিশর, সালাহ-মানে দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব
মিশরের জয়। ছবি: টুইটার

Follow Us

ইয়াউন্ডে: আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মোহামেদ সালাহ (Mohamed Salah)-সাদিও মানে (Sadio Mane) দ্বৈরথ। ক্লাব ফুটবলে দু’জনেই এক দলের জার্সিতে খেলেন। লিভারপুলের (Liverpool) সালাহ আর মানে এ বার মুখোমুখি। সাদিও মানের সেনেগাল আগেই ফাইনালে উঠেছে। এ বার ক্যামেরুনকে হারিয়ে ফাইনালে মিশরও। আফ্রিকা নেশনস কাপে সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে মিশর। কিন্তু গত ১২ বছর কাপ কাপ অধরাই থেকেছে। অন্যদিকে সেনেগাল পরপর দু’বার ফাইনালে উঠল। নেশনস কাপে একবারও চ্যাম্পিয়ন হয়নি সেনেগাল। ক্যামেরুনের বিরুদ্ধে ১২০ মিনিট ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে খেলা গড়ায়। সেখানেই শেষ হাসি মিশরের। টাইব্রেকারে ৩-১ গোলে ক্যামেরুনকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়ে যান সালাহরা। ক্যামেরুনের পরপর দুটো শট বাঁচিয়ে ম্যাচের নায়ক মোহামেদ আবু গাবাল।

 

সালাহ সাধারণত টাইব্রেকারে দেশের হয়ে শেষ শটটা নিতে যান। কিন্তু ম্যাচ আগেই শেষ হয়ে যাওয়ায় আর টাইব্রেকারে শট নিতে যেতে হয়নি মিশরের রাজপুত্রকে। ম্যাচে দুই দলই গোল করার সুযোগ পায়। কিন্তু কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। টাইব্রেকারে প্রথম শটে দুই দলই গোল করে। কিন্তু পরের দুটো শট থেকে গোল করতে ব্যর্থ ক্যামেরুনের হ্যারল্ড মৌকাউদি আর জেমস লি সিলিকি।

 

 

 

 

 

রবিবার রাতে আফ্রিকান নেশনস কাপের ফাইনাল। হেভিওয়েট ফাইনালে সালাহ-মানে দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। লিভারপুলের হয়ে দু’জনেই দুরন্ত পারফর্ম করেন। দুই বন্ধুর লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।

 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

 

 

 

 

আরও পড়ুন: ICC U-19 World Cup 2022: ফাইনালের আগে বিরাট মন্ত্রে উজ্জীবিত যশরা

Next Article