অল্পের জন্য ইউরো কাপ (Euro Cup) জেতা হয়নি ইংল্যান্ডের (England)। ইতালির (Italy) কাছে আটকে যায় হ্যারি কেনরা। তবে ইউরো কাপের পারফরম্যান্সের সুবাদে ফিফা ব়্যাঙ্কিংয়ে (FIFA men’s rankings) বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্সকে (France) ছাপিয়ে গেছে ইংল্যান্ড।
১৮৩২.৩৩ পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে বেলজিয়াম। আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে গেলেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (পয়েন্ট-১৮১১.৭৩)। তবে ফ্রান্সকে ছাপিয়ে গিয়ে ১৭৫৫.৪৪ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ফিফা ব়্যাঙ্কিংয়ে (FIFA men’s rankings) নিজেদের সর্বকালের সেরা স্থানে পৌঁছেছে ইংল্যান্ড (England)।
চতুর্থ স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ বারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি রয়েছে ক্রমতালিকার ৫ নম্বরে। ইতালির অর্জিত পয়েন্ট ১৭৩৫.৭৩। লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ছয় নম্বরে। তাদের মোট অর্জিত পয়েন্ট ১৭২৫.৩১। লিগ তালিকায় ৭ থেকে দশ নম্বরে রয়েছে যথাক্রমে পর্তুগাল (১৬৭৪.৯০), স্পেন (১৬৭৩.৬৮), মেক্সিকো (১৬৬৬.১৯) ও ডেনমার্ক (১৬৫৮.৪৯)। সম্প্রতি নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেললেও সুনীল ছেত্রীর ভারত (India) দুই ধাপ পিছিয়ে গিয়ে নেমে পড়েছে ১০৭ নম্বরে। মেন ইন ব্লুদের অর্জিত পয়েন্ট ১১৮১.৪৫।
?? Belgium's reign continues ?
??????? England leapfrog France ?
?? Libya the biggest climbers ?♂️? See where your team sit on the latest #FIFARanking ?https://t.co/7e71hRgHpf pic.twitter.com/zMpbbBh3zB
— FIFA.com (@FIFAcom) September 16, 2021
আরও পড়ুন: Photo Gallery: এক নজরে দেখুন ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি আয় করা ৫ ফুটবলারদের