Photo Gallery: এক নজরে দেখুন ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি আয় করা ৫ ফুটবলারদের

নতুন মরসুমে দল বদলের পালা শেষ। শুরু হয়ে গিয়েছে নানা লিগ। ফুটবলপ্রেমীরা ফের একবার মাতোয়ারা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার মতো নামকরা লিগ উপভোগ করতে। ২০২১-২২ মরসুমের জন্য নতুন ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। জুভেন্তাস ছেড়ে নিজের পুরনো ক্লানে ১২ বছর পর ফিরে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন মরসুমে দল বদলের শেষে এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় কারা রয়েছেন।

| Edited By: | Updated on: Sep 16, 2021 | 6:27 PM
ক্লাব ফুটবলে সব থেকে বেশি আয় করা ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন সদ্য পিএসজিতে (PSG) যোগ দেওয়া লিওনেল মেসি (Lionel Messi)। এক সপ্তাহে মেসির আয়ের পরিমাণ - ১,৩২৫,০০০ ডলার। (সৌজন্যে-পিএসজি টুইটার)

ক্লাব ফুটবলে সব থেকে বেশি আয় করা ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন সদ্য পিএসজিতে (PSG) যোগ দেওয়া লিওনেল মেসি (Lionel Messi)। এক সপ্তাহে মেসির আয়ের পরিমাণ - ১,৩২৫,০০০ ডলার। (সৌজন্যে-পিএসজি টুইটার)

1 / 5
দ্বিতীয় স্থানে রয়েছেন পিএসজিতে মেসির সতীর্থ নেইমার (Neymar)। এক সপ্তাহে তাঁর আয়ের পরিমাণ - ৮৩৬,০০০ ডলার। (সৌজন্যে-পিএসজি টুইটার)

দ্বিতীয় স্থানে রয়েছেন পিএসজিতে মেসির সতীর্থ নেইমার (Neymar)। এক সপ্তাহে তাঁর আয়ের পরিমাণ - ৮৩৬,০০০ ডলার। (সৌজন্যে-পিএসজি টুইটার)

2 / 5
সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) লুইস সুয়ারেজ (Luis Suarez)। এক সপ্তাহে সুয়ারেজ পান ৭৯৩,০০০ ডলার। (সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) লুইস সুয়ারেজ (Luis Suarez)। এক সপ্তাহে সুয়ারেজ পান ৭৯৩,০০০ ডলার। (সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

3 / 5
লিওনেল মেসির পর বার্সা ছেড়েছেন আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)। তিনি যোগ দিয়েছেন আতলেতিকো মাদ্রিদে। সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন গ্রিজম্যান। এক সপ্তাহে গ্রিজম্যানের আয়ের পরিমাণ ৭৯৩,০০০ ডলার। (সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

লিওনেল মেসির পর বার্সা ছেড়েছেন আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)। তিনি যোগ দিয়েছেন আতলেতিকো মাদ্রিদে। সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন গ্রিজম্যান। এক সপ্তাহে গ্রিজম্যানের আয়ের পরিমাণ ৭৯৩,০০০ ডলার। (সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

4 / 5
ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল (Gareth Bale) খেলেন স্প্যানিশ সুপার জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বেল। তাঁর আয়ের পরিমাণ ৬৯০,০০০ ডলার। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল (Gareth Bale) খেলেন স্প্যানিশ সুপার জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বেল। তাঁর আয়ের পরিমাণ ৬৯০,০০০ ডলার। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

5 / 5
Follow Us: