কলকাতা: বয়স তাঁর মাত্র কুড়ি। তাতেই সুযোগ পেয়েছিলেন গ্রেটেস্ট শো অন দ্য আর্থে নিজের প্রতিভা প্রদর্শনের। কথা হচ্ছে এক প্যারাগুয়ান সুন্দরীকে নিয়ে। নাম তাঁর লুয়ানা আলান্সো। সৌন্দর্যের ঝাঁপি যেন তাঁর উপচে পড়ছে। অনেক সংযমীর মনেও দোলা দিচ্ছেন তিনি। সতীর্থ হিসেবে এত সুন্দরী তিনি, যার ফলে টিমের বাকিদের মনসংযোগে ব্যাঘাত ঘটছে। উপায় কী তা হলে? টিমের বাকিদের সমস্যা হওয়ার জন্য তাঁকে প্যারিস অলিম্পিক (Paris Olympics) থেকে ফেরত পাঠানো হয়। তিনি প্যারাগুয়ের সাঁতারু। রূপে সকলকে মুগ্ধ করতে পারলেও তিনি পারফরম্যান্স দিয়ে প্যারিসে দাগ কাটতে পারেননি। কিন্তু তিনি পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে (Neymar)। অবাক হচ্ছেন?
ভাবতেই পারেন হঠাৎ করেই প্যারিস অলিম্পিক থেকে দেশে ফেরত পাঠানো প্যারাগুয়ের সাঁতারু কী ভাবে পেলেন নেইমারকে। এ বার বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে নেইমারের মনেও হয়তো দোলা দিয়ে বসেছেন প্যারাগুয়ান সুন্দরী। তিনি দাবি করেছেন যে, ব্রাজিলিয়ান ফুটবল মহাতারকা নেইমার তাঁকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছেন। এই বিষয়ে অবশ্য নেইমার এখনও মুখ খোলেননি।
প্যারিস গেমস ভিলেজ থেকে লুয়ানা আলান্সোকে তাড়িয়ে দেশে পাঠানোর খবর চারিদিকে ছড়িয়েছে। তিনি নাকি গেমস ভিলেজে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। এমনটাও শোনা গিয়েছে। অবশ্য সেই দাবি ভুল বলে উল্লেখ করেছেন তিনি নিজে। লুয়ানা বলেছেন তিনি নিজের ইচ্ছেতে দেশে ফিরেছেন। প্যারাগুয়ের একটি রেডিয়ো অনুষ্ঠানে ২০ বছর বয়সি সাঁতারু লুয়ানা আলান্সো বলেন, ‘নেইমার আমাকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছে। এইটুকুই আমি বলতে পারি। তবে তাতে কী লেখা রয়েছেস সেটা আমি এখানে বলতে পারব না।’
ব্রাজিলের তারকা নেইমারের সঙ্গে বিভিন্ন দেশের সুন্দরীদের নাম অতীতেও বহুবার জড়িয়েছে। কিন্তু বর্তমানে বান্ধনী ব্রুনা বিয়ানকার্ডি ও ছেলে-মেয়েদের সঙ্গে ভালোই রয়েছেন তিনি। এ বার দেখার লুয়ানা আলান্সো যা দাবি করেছেন, তা নিয়ে নেইমার কিছু বলেন কিনা।