AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal : পৃথিবী বিখ্যাত ক্লাবগুলির মাঝে ইস্টবেঙ্গল! লাল হলুদকে বিশেষ ‘স্বীকৃতি’ বার্সেলোনার

FC Barcelona : রিলসে ইস্টবেঙ্গলের লোগোর কার্ড এমন একটা জায়গায় রয়েছে যার আশেপাশে ইউরোপের সব বিখ্যাত ফুটবল ক্লাবগুলি।

East Bengal : পৃথিবী বিখ্যাত ক্লাবগুলির মাঝে ইস্টবেঙ্গল! লাল হলুদকে বিশেষ 'স্বীকৃতি' বার্সেলোনার
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 1:03 PM
Share

কলকাতা: একটি সাদামাটা ফেসবুক রিলস। স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার (FC Barcelona) তরফে ক্লাবের লোগো তৈরির একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই সাটামাটা ভিডিয়োর মধ্যে যেন ‘হীরে’ খুঁজে পেলেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। এমন চমক মোটেও আশা করেননি লাল হলুদ জনতা। বার্সেলোনার পোস্ট করা ওই রিলসের মধ্যে খুঁজে পাওয়া গেল লাল হলুদের লোগো! যা নিয়ে ব্যপক হইচই নেটপাড়ায়। রিলসে ইস্টবেঙ্গলের লোগোর কার্ড এমন একটা জায়গায় রয়েছে যার আশেপাশে ইউরোপের সব বিখ্যাত ফুটবল ক্লাবগুলি। ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ইত্যাদি ইত্যাদি। তারই মধ্যে কলকাতা ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবের উপস্থিতি দেখে আবেগে ভাসছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

দীর্ঘদিন ক্লাবের ক্যাবিনেটে ঢোকেনি কোনও ট্রফি। আইএসএলের তিনটি মরসুমে মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল। আর্থিক সঙ্কটে ভুগছে ক্লাব। ক্রাউড ফান্ডিংয়ের জন্য জেলায় জেলায় ঘুরতে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব। বার্সেলোনার ফেসবুক রিলসে লাল হলুদের লোগো দেখে সমর্থকদের খুশির ঠিকানা নেই। একজন লিখেছেন, “লাল হলুদ জগতময়। ভারত থেকে ভালোবাসা রইল।” অন্য একজন লিখেছেন, “ইস্টবেঙ্গলের লোগো খুঁজে পেলাম। দেখে ভীষণ আনন্দ হচ্ছে।” আবার মোহনবাগানকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। লিখেছেন, “এই পোস্টে তো সবুজ মেরুনের দেখা পেলাম না!”

ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন শুরু হওয়ার কথা জুলাই মাসে। দলগঠনে এ বার বাড়তি নজর দিয়েছে দলটি। কোচ কার্লোস কুয়াদ্রাতের তালিকা মেনেই তৈরি হচ্ছে দল। নন্দকুমারকে ইতিমধ্যেই দলে নিয়েছে ইস্টবেঙ্গল।