Indian Football: ফিফার পত্রবোমায় নির্বাসনের খাঁড়া, সোমবারই আদালতে ফেডারেশন
ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনও ভাবেই মেনে নেবে না ফিফা। ফেডারেশনের গঠনতন্ত্র তৈরিতে প্রশাসনিক কমিটি যে প্রস্তাবিত খসড়া পাঠিয়েছে তাতে সম্মতি জানিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই প্রস্তাবিত গঠনতন্ত্রের দুটো পয়েন্টেই মূল আপত্তি ফিফার।

কলকাতা: গভীর সংকটে ভারতীয় ফুটবলে। ফেডারেশনকে (AIFF) পত্রবোমা ফিফা (FIFA) আর এএফসির (AFC)। নিয়ম না মানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের হুমকি বিশ্ব ফুটবলের সর্বময় সংস্থার। মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও ভারত থেকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফিফা আর এএফসি-র যৌথ বিবৃতিতে রীতিমতো চাপে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনও ভাবেই মেনে নেবে না ফিফা। আর সেই খবর ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে পৌঁছতেই ফেডারেশনকে পত্রবোমা পাঠাল ফিফা আর এএফসি। ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলের কমিটিকে আগেই নির্বাসনে পাঠায় সুপ্রিম কোর্ট। এরপর ৩ সদস্যের বিশেষ প্রশাসনিক কমিটি গঠন করে দেশের সর্বোচ্চ আদালত। যে কমিটিতে আছেন প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, প্রাক্তন আইনজীবী অনিল দাভে আর প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়।
ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনও ভাবেই মেনে নেবে না ফিফা। ফেডারেশনের গঠনতন্ত্র তৈরিতে প্রশাসনিক কমিটি যে প্রস্তাবিত খসড়া পাঠিয়েছে তাতে সম্মতি জানিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই প্রস্তাবিত গঠনতন্ত্রের দুটো পয়েন্টেই মূল আপত্তি ফিফার।
প্রথমত, ফিফা আর এএফসির গঠনতন্ত্র অনুযায়ী, ফেডারেশনে কোনও অন্তর্বর্তী কমিটি রাখা যাবে না। তিন তারিখ সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায়, তড়িঘড়ি নির্বাচন প্রক্রিয়া শেষ করে ৩ মাসের জন্য একটা অন্তর্বর্তী কমিটি তৈরি করতে। সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রশাসনিক কমিটি দ্বারা ফেডারেশনের গঠনতন্ত্র সম্পূর্ণ হওয়ার পর পাকাপাকি ভাবে কার্যকরী কমিটি তৈরি হবে। এখানেই আপত্তি জানিয়ে ফিফা বলেছে, অন্তর্বর্তী কমিটি ফিফার নিয়মবিরুদ্ধ।
দ্বিতীয়ত, ফুটবলারদের ভোটাধিকার নিয়েও আপত্তি তুলেছে ফিফা। প্রশাসনিক কমিটির প্রস্তাবিত খসড়ায় ৩৬ জন প্রাক্তন ফুটবলারের ভোটাধিকারের কথা বলা হয়েছে। যার মধ্যে থাকবেন ২৪ জন পুরুষ ফুটবলার এবং ১২ জন মহিলা ফুটবলার।
ফেডারেশন সচিব সুনন্দ ধরকে এই পত্রবোমা পাঠান ফিফা সচিব ফাতমা সামৌরা আর এএফসি সচি দাতো উইন্ডসর। সুপ্রিম কোর্টের ৩ অগস্টের রায়দানের কপি ৯ তারিখ বিকেল ৫টার মধ্যে ফিফার কাছে পাঠাতে হবে। ফিফা আর এএফসির দেওয়া এই ডেডলাইন আরও বেকায়দায় ফেলে দিয়েছে ফেডারেশনকে। সুপ্রিম কোর্টের এই রায় দেখার পর ফিফার নির্বাসনের কবলে পড়তে পারে ভারতীয় ফুটবল। শুধু তাই নয়, মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও সরে যেতে পারে দেশের মাটি থেকে।
উপায় একটাই, মঙ্গলবারের আগে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন দিয়ে নতুন রায়দানের কপি বার করতে হবে। আর সেই কপি জমা দিতে হবে ফিফা আর এএফসির কাছে। দেশের ক্রীড়া বিধি মেনে ফেডারেশনের গঠনতন্ত্র তৈরি করার প্রস্তাব দেয় প্রশাসনিক কমিটি। তৃতীয় পক্ষের সেই হস্তক্ষেপ আর প্রশাসনিক কমিটির প্রস্তাবিত গঠনতন্ত্রের খসড়া- কোনওটাই মেনে নিতে চাইছে না ফিফা আর এএফসি। এ দিকে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ আগেই দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। রাতারাতি নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরি করে সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন দাখিল করে রায়দানের কপি পাঠাতে হবে ফিফাকে। তা নাহলে, দেশের ফুটবল পুরোপুরি নির্বাসনের আওতায় চলে যাবে।