LGBTQ rights: সমকামীরাও কাতার বিশ্বকাপে স্বাগত, ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে দাবি ফিফা মুখপাত্রের
FIFA World Cup 2022: সাংবাদিক সম্মেলনের শেষে ফিফার মিডিয়া প্রধান ব্রায়ান সোয়ানসন জোর গলায় বলেছেন কাতার বিশ্বকাপে সবাইকে স্বাগত জানানো হবে।

দোহা: কাতারে বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মানবাধিকার এবং সমকামীদের অধিকার লঙ্ঘন নিয়ে কাতারকে করা ইউরোপের বিভিন্ন দেশের সমালোচনাকে নস্যাৎ করেছেন। এ ব্যাপারে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন ফিফার প্রধান মুখপাত্র ব্রায়ান সোয়ানসন।
সাংবাদিক সম্মেলনের শেষে ফিফার মিডিয়া প্রধান ব্রায়ান সোয়ানসন জোর গলায় বলেছেন কাতার বিশ্বকাপে সবাইকে স্বাগত জানানো হবে। সোনায়সন নিজেও সমকামী। এ বিষয়ে সোয়ানসন বলেছেন, “ফিফাতে যোগ দেওয়ার পর থেকে আমি ইনফান্তিনোর অনেক সমালোচনা দেখেছি। বিশেষ করে এলজিবিটিকিউ সম্প্রদায় থেকে। আমি কাতারে একজন সমকামী মানুষ হিসেবে এসেছি।” তিনি আরও বলেছেন, “আমরা আশ্বাস পেয়েছি যে সবাইকে স্বাগত জানানো হবে এবং আমি বিশ্বাস করি যে এই বিশ্বকাপে সবাইকে স্বাগত জানানো হবে।”
কাতার তার মানবাধিকারের ইতিহাস, বিদেশি কর্মীদের প্রতি তার আচরণ এবং নারী ও সমকামী অধিকারের বিষয়ে অবস্থানের কারণে নিরন্তর সমালোচনার মুখে পড়েছে। কাতারের প্রাক্তন আন্তর্জাতিক এবং বিশ্বকাপের রাষ্ট্রদূত খালিদ সালমান এই মাসের শুরুর দিকে জার্মান সম্প্রচারকারী জেডডিএফ-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সমকামিতাকে “মনের ক্ষতি” বলেছিলেন। এই মন্তব্য ক্ষোভের জন্ম দেয়।
ব্রিটেনের স্কাই স্পোর্টসে সম্প্রচারকারী হিসাবে প্রায় দুই দশক কাজের পর, গত বছর ফিফায় যোগদান করেছিলেন সোয়ানসন। তিনি জানিয়েছেন, ফিফা প্রেসিডেন্ট সমকামীদের পক্ষে সহানুভূতিশীল। এ নিয়ে সোয়ানসন বলেছেন, “জিয়ান্নি ইনফান্তিনো সমকামী নন। তার মানে এই নয় যে তিনি সমকামীদের প্রতি যত্নশীল নন। তিনি যত্ন করেন। আপনারা সর্বজনীন দিকটি দেখতে পারেন। আমি ব্যক্তিগত দিকটি দেখি।” তিনি আরও বলেছেন, “আমরা ফিফাতে সবার বিষয়ে যত্নশীল। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সংগঠন। আমার অনেক সমকামী সহকর্মী রয়েছে। তাই এখানে বসে আমি বিতর্ক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং আমি প্রত্যেকের অধিকার এবং প্রত্যেকের মতামতকে সম্পূর্ণ সম্মান করি।”





