Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA U-17 Women’s World Cup Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচ

ভারতের মতো মরক্কোর মেয়েরাও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। দুই দলের কাছে আগামীকাল কামব্যাকের সুযোগ।

FIFA U-17 Women's World Cup Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচ
FIFA U-17 Women's World Cup Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 12:51 PM

ভুবনেশ্বর: দেশের মাটিতে বসেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর। আগামীকাল কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে (U17 Women’s World Cup 2022) দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত (India)। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে গুনে গুনে আট গোল খেয়েছিল ভারত। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে রয়েছে মরক্কো (Morocco)। গ্রুপ-এ-র শীর্ষে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো ও ভারত। এ বারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিয়েছে। ভারত এই প্রথম বার মেয়েদের বিশ্বকাপে অংশ নিয়েছে। ভারতের মতো মরক্কোর মেয়েরাও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। দুই দলের কাছে আগামীকাল কামব্যাকের সুযোগ। আয়োজক দেশ হিসেবে ভারত এ বারের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে তিনটি ভেনুতে – ভুবনেশ্বর, গোয়া এবং নবি মুম্বইয়ে।

কোথায় হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচ?

আগামীকাল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচটি হবে, কলিঙ্গ স্টেডিয়ামে। এ ছাড়া ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেই ভারত গ্রুপ পর্বের সবকটি ম্যাচে খেলবে। ভারত যদি কোয়ার্টার ফাইনালে ওঠে সেক্ষেত্রে টুর্নামেন্টের শেষ আটটি ম্যাচ হবে নবি মুম্বই এবং গোয়াতে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচটি কবে হবে?

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচটি আগামীকাল, শুক্রবার হবে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচটি কখন শুরু হবে?

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ।

কোথায় দেখা যাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচের লাইভ?

অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের সবকটি ম্যাচ ভারতে দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। পাশাপাশি ভারত বনাম মরক্কোর ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভুট সিলেক্ট অ্যাপ্লিকেশনে। এ ছাড়া ভারত বনাম মরক্কোর ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

২১ সদস্যের ভারতীয় স্কোয়াড (পাশে জার্সি নম্বর)

গোলরক্ষক: মোনালিসা দেবী মোইরাংথেম (১), মেলোডি চানু কেইশাম (১৩), অঞ্জলি মুন্ডা (২১)

ডিফেন্ডার: অস্তম ওরাওঁ (৫), কাজল (২০), নাকেতা (৩), পূর্ণিমা কুমারী (২), বর্ষিকা (১৯), সিল্কি দেবী হেমাম (৪)

মিডফিল্ডার: বাবিনা দেবী লিশাম (৬), নিতু লিন্ডা (১৭), শৈলজা (১৫), শুভাঙ্গী সিং (১৬)

ফরোয়ার্ড: অনিতা কুমারী (১১), লিন্ডা কম সের্টো (৯), নেহা (৭), রেজিয়া দেবী লাইশরাম (১৮), শেলিয়া দেবী লোকটংবাম (১২), কাজল হুবার্ট ডিসুজা (৮), লাবণ্য উপাধ্যায় (১০), সুধা অঙ্কিতা তিরকি (১৪)

হেড কোচ: থমাস ডেনার্বি