FIFA WORLD CUP 2026: ৪৮ দলের বিশ্বকাপ, কোন কোন শহরে ম্যাচ, ঘোষণা করল ফিফা

১৬ টি আয়োজক শহরের নাম ঘোষণা করলেও উদবোধনী ম্যাচ কিংবা ফাইনাল কোথায় হবে তা প্রকাশ করেনি ফিফা।

FIFA WORLD CUP 2026: ৪৮ দলের বিশ্বকাপ, কোন কোন শহরে ম্যাচ, ঘোষণা করল ফিফা
২০২৬ বিশ্বকাপের আয়োজক শহর ঘোষণার অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার অন্যান্য কর্তারা।Image Credit source: FIFA
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 8:41 PM

নিউ ইয়র্ক : এ বছর ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) আসর বসছে কাতারে (Qatar)। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের আয়োজক শহরের নাম ঘোষণা করল ফিফা (FIFA)। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিন দেশ মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে। ৩২-র জায়গায় পরবর্তী বিশ্বকাপে দেখা যাবে ৪৮ দলের প্রতিযোগিতা। বিশ্বকাপের ইতিহাসে এটিও প্রথমবার। প্রতিযোগিতা বাড়ছে, ফলে ম্যাচ ভেন্যুও বাড়াতে হচ্ছে। আয়োজিত হবে ১৬টি শহরে। পুরো বিষয়টিই নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে মাইলফলক। আয়োজক শহরগুলির মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলস, টরোন্টো এবং মেক্সিকো সিটিও। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে ১৬টি আয়োজক শহরের নাম ঘোষণা করেছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩ এবং কানাডায় দুটি ভেন্যু। ২২টি শহর বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছিল। তার মধ্যে ১৬টি শহর এই সুযোগ পাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে এক বিশেষ অনুষ্ঠানে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino), ফিফা সহ সভাপতি তথা কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি (Victor Montagliani)।

মার্কিন যুক্তরাষ্ট্রের যে শহর গুলিতে ম্যাচ হবে তা হল-সিয়াটল, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, কানাস সিটি, ডালাস, আটলান্টা, হিউস্টন, বোস্টন, ফিলাডেলফিয়া, মিয়ামি, নিউইয়র্ক এবং নিউজার্সি। এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ তে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল মেক্সিকো। এবার যে তিনটি ভেন্যু বেছে নেওয়া হয়েছে তা হল-মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্টেরে। কানাডা প্রথমবার পুরুষদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। ভেন্যু ঠিক হয়েছে, ভ্যানকুভার এবং টরন্টো। ১৬ টি আয়োজক শহরের নাম ঘোষণা করলেও উদবোধনী ম্যাচ কিংবা ফাইনাল কোথায় হবে তা প্রকাশ করেনি ফিফা।

জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা মূলক পরিস্থিতি ছিল। সারা বিশ্বের নজর থাকবে। আকর্ষণীয় বিশ্বকাপ হতে চলেছে।‘ তিনি যোগ করেন, ফাইনাল কোথায় হবে, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘১৬টি আয়োজক শহরের কর্তাদের অনেক শুভেচ্ছা। ওরা যে দায়বদ্ধতা এবং আবেগ দেখিয়েছে, প্রশংসাযোগ্য। আয়োজনের সঙ্গে যুক্ত থাকা শহর এবং স্টেটের জন্য আজকের দিনটা ঐতিহাসিক। কানাডা, আমেরিকা, মেক্সিকো গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে কোনও ত্রুটি রাখবে না আশা করি। আমরা একসঙ্গে মিলে এই টুর্নামেন্টকে সফল করব। সেদিকেই মুখিয়ে রয়েছি। বিশ্বকাপের প্রকৃত অর্থেই এবার বিশ্বায়ন হতে চলেছে।’

ফিফা সহ সভাপতি তথা কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি বলছেন, ‘ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে যে স্বচ্ছতা বজায় রেখে, সকলকে সমানভাবে দেখা হয়েছে, তাতে আনন্দিত। নির্বাচিত ১৬টি শহর এবং বাকি ৬টি শহরের কাছেও আমরা কৃতজ্ঞ এভাবে এগিয়ে আসার জন্য। সকলে মিলে আমাদের লক্ষ্য থাকবে সমর্থকদের কীভাবে আকর্ষিত করা যায় এই খেলার প্রতি। তিন দেশে বিশ্বকাপ হতে চলেছে। নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের জন্য দারুণ কৃতিত্বের।’