FIFA WWC 2023: ‘অ্যাসেজ’ জিতে প্রথম বার বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড
FIFA Women's World Cup 2023 Semi-Final Match Report: প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা করে অস্ট্রেলিয়া। সেটা আর হয়নি। শেষ দিকে ইংল্যান্ডেরই দাপট। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে অ্যালেসিয়া রুসোর গোলে নিজেদের পক্ষে স্কোর লাইন ৩-১ করে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্য়ান্স নিয়ে গর্বিত হতেই পারে।

ফিফা মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট ইংল্যান্ড। ‘অ্যাসেজ’ জিতে প্রথম বার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল তারা। ইউরোপিয়ান ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে বিশ্ব মঞ্চে লড়াই সহজ ছিল না। এ বারের বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড আগেই বিদায় নিয়েছিল। আর এক আয়োজক দেশ দারুণ পারফর্ম করছিল। যদিও ফাইনালে ওঠা হল না। মেয়েদের বিশ্বকাপে দ্বিতীয় সেমিতে নজর ছিল অ্যাসেজে। সদ্য ক্রিকেটের অ্যাসেজে মহিলা ও পুরুষ, দুই সিরিজই রুদ্ধশ্বাস হয়েছিল। ফুটবলের অ্যাসেজও তেমনই হল। শেষ অবধি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। সেরা হওয়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। দু-দলই প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সিডনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার দর্শক। হাউসফুল গ্যালারি। প্রত্যাশিত ভাবেই বিপুল সমর্থন হোম টিম অস্ট্রেলিয়ার জন্য। ইংল্যান্ডের কাছে জোড়া প্রতিপক্ষ ছিল বলা যায়। প্রথমত অস্ট্রেলিয়া টিম, দ্বিতীয়ত উল্টোদিকে বিপুল জনসমর্থন। ম্যাচটাও হল রুদ্ধশ্বাস। স্কোর লাইন যতই ইংল্যান্ডের পথে ৩-১ হোক, স্কোর লাইন দিয়ে ম্যাচের উত্তেজনা প্রকাশ করা যাবে না। ম্যাচের ৩৬ মিনিটে এলা তুনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এগিয়ে থেকেই বিরতিতে যায় লায়োনেসরা। অস্ট্রেলিয়া অপেক্ষা করছিল ম্যাজিকের। দ্বিতীয়ার্ধে যেন সেটাই হল। যদিও তার দীর্ঘ রেশ থাকল না।
ম্যাচের ৬৩ মিনিটে চোখ ধাঁধানো একটা গোল। দূরপাল্লার জোরালো শটে সমতা ফেরান স্যাম কের। টুর্নামেন্টের শুরুতে চোট পেয়ে অস্বস্তিতে পড়েছিলেন স্যাম। প্রবল চাপে ছিল অস্ট্রেলিয়া দল। মহিলা ফুটবলে অন্যতম সুপারস্টার স্যাম কের। বড় মঞ্চে জ্বলে উঠলেন আরও একবার। টুর্নামেন্টের অন্যতম সেরা একটা গোল দেখা গেল স্যাম কেরের সৌজন্য। স্কোর লাইন ১-১ হতেই জমে ওঠে দ্বিতীয় সেমিফাইনাল। ঘরের মাঠের বিপুল জনসমর্থন, অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের অন্যতম রসদ। কিন্তু ম্যাচের পরিস্থিতি ফের বদলে গেল ৭১ মিনিটে। ইংল্যান্ডকে ফের এগিয়ে দিলেন লরেন হেম্প। মিলি ব্রাইটের সেন্টার থেকে বাঁ পায়ের শটে গোল লরেনের।
প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা করে অস্ট্রেলিয়া। সেটা আর হয়নি। শেষ দিকে ইংল্যান্ডেরই দাপট। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে অ্যালেসিয়া রুসোর গোলে নিজেদের পক্ষে স্কোর লাইন ৩-১ করে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া পুরো টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত হতেই পারে।





