
দোহা:কাতার বিশ্বকাপে চলছে নকআউটের পর্বের রুদ্ধশ্বাস লড়াই। শনিবার রাতে প্রথম দুটি দল নকআউটের চ্যালেঞ্জ উতরে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। নেদারল্যান্ডস হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। শনিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। সকারুসদের স্বপ্ন শেষ হয়েছে লিওনেল মেসির পায়ে। আজ, রবিবার শেষ আটে পৌঁছনোর লক্ষ্য মাঠে নামছে চারটি দল ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড ও সেনেগাল। ফ্রান্স খেলবে পোল্যান্ডর বিরুদ্ধে। ইংল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল। নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার পর আজ কোন দুটি দল শেষ আটে পা রাখে সেদিকেই থাকবে নজর। বিশ্বকাপের সবরকম আপডেট পেতে টিভি৯ বাংলার এই লাইভ ব্লগে নজর রাখুন।
আর্জেন্টিনাকে শেষ আটে পৌঁছে দিয়ে কী বললেন ম্যাচের সেরা মেসি?
বিস্তারিত পড়ুন: হাজারতম ম্যাচ, মেসি জানতেন না? জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক বললেন…
High praise for his defenders ? @Budweiser Player of the Match, Lionel Messi, singled out Argentina’s centre-backs following their Round of 16 victory against Australia ?? #ARGAUS @budfootball #POTM #YoursToTake #BringHomeTheBud pic.twitter.com/tM78gAKJZ8
— FIFA World Cup (@FIFAWorldCup) December 4, 2022
সহস্রতম ম্যাচে লিও মেসির গোল। কী বলছে ফুটবল বিশ্ব?
পড়ুন বিস্তারিত: মেসির সহস্রতম ম্যাচে আর্জেন্টিনার ‘নাটকীয়’ জয়
Messi scores his 789th goal in his 1000th match and his first ever in a knockout game at a World Cup. His 9th World Cup goal takes him ahead of Maradona and one behind Batistuta. A moment of Messi magic amid a messy match.
— Gary Lineker ?? (@GaryLineker) December 3, 2022
কাতার বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা। ছবিতেই স্পষ্ট আর্জেন্টাইনদের খুশি।
? Un festejo desde todos los ángulos ? pic.twitter.com/12JHheEWrj
— Selección Argentina ?? (@Argentina) December 3, 2022