কলকাতাবাসী তৈরি ছিলেন এমনই নানা মুহূর্তের? গত কালই কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মিলন মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তাঁর পরবর্তী গন্তব্য ছিল মোহনবাগান (Mohun Bagan) ক্লাব। সেখানে নানা মুহূর্ত উপহার দিলেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপেরও উদ্বোধন করেন। বুধবারও কলকাতায় থাকছেন এমি মার্টিনেজ। দিনভর নানা অনুষ্ঠানে যোগ দেবেন। তিলোত্তমায় এমির সারাদিনের খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও কুয়েত। লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে : নবম ট্রফির লক্ষ্যে, সাফের ফাইনালে আজ ভারত বনাম কুয়েত
বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদের পেনাল্টি বাঁচিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। কখনও জাতীয় দলের সতীর্থ লিও মেসির পেনাল্টি বাঁচিয়েছেন? পডুন বিস্তারিত : কখনও মেসির পেনাল্টি বাঁচিয়েছেন? এমি মার্টিনেজ বললেন…
কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন হয়ে গেল। মঞ্চে বসে প্রীতি ম্যাচ দেখছেন এমি মার্টিনেজ।
কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনে মোহনবাগান অলস্টার টিম এবং পুলিশের টিমের সঙ্গে মিলিত হচ্ছেন এমি। বলে লাথি মেরে টুর্নামেন্টের অফিসিয়াল উদ্বোধন। গোলে এমি মার্টিনেজ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শট মারলেন। দু-দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলাচ্ছেন এমি। দু-দলের সঙ্গে গ্রুপ ছবি এমি মার্টিনেজের।
এমি মার্টিনেজ কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ উদ্বোধন করলেন। নিজেও ট্রফি তুলে নিলেন। পুলিশ কমিশনার এবং মোহনবাগান সচিবের সঙ্গে সেলফি তুললেন এমি। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের বিভিন্ন দলের অধিনায়কের হাতে জার্সি তুলে দিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য রাখছেন এমি। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন হয়ে গেল।
এমি মার্টিনেজকে বিশেষ স্মারক তুলে দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
মোহনবাগানের তরফে মোহনবাগান রত্নর আদলে পদক দিলেন এমিকে। সঙ্গে মোহনবাগানের টুপি পরিয়ে দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়।
এমির প্রথম মন্তব্য এটিই। আমার জীবনের গল্প সত্যিই কঠিন। স্বপ্ন ছিল দেশের জন্য খেলা। আমরা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসমা জিতেছি। এখানে সকলেই আনন্দ করছে। দেখে খুবই ভালো লাগছে। এটিই শেষ নয়। আবারও কলকাতায় আসবো। আশা করছি পরবর্তী কোপা আমেরিকা জিতব। জয় মোহনবাগান।
‘বাজপাখি’ এমি মার্টিনেজ মোহনবাগান ক্লাবে আসার জন্য এবং বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এই ক্লাবে মারাদোনা এসেছেন, ভালদেরামা, অলিভার কান। পেলে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছেন। সবটাই এমির সামনে তুলে ধরলেন মোহনবাগান সচিব।
কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনী মঞ্চে এমি মার্টিনেজ। সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং অন্যান্যরা।
মোহনবাগান অলস্টার দলের সকলেই এমির নাম লেখা ২৩ নম্বর জার্সিতে। তাঁরা ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন। মাঠ প্রদক্ষিণ চলছে এমির। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই। এমিই উদ্বোধন করবেন। পুলিশ দলেরও জার্সিতে এমি এবং ২৩ নম্বর।
গল্ফ কার্টে মোহনবাগান মাঠ প্রদক্ষিণ করছেন এমি মার্টিনেজ। গ্যালারি থেকে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ সমর্থকদের। গ্যালারির দিকে উপহার স্মারক হিসেবে ফুটবল ছুড়ে দিচ্ছেন এমি।
আর্জেন্টিনার বিশ্বজয়ী কিপারের হাত ধরে উদ্বোধন হল মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্সের নামাঙ্কিত গেট।
মোহনবাগানের অলস্টার একাদশ বনাম পুলিশের একটি ম্যাচ রয়েছে। মাঠে প্রবেশ শঙ্করলাল চক্রবর্তী, শিল্টন পালদের মতো তারকা ফুটবলারদের। ম্যাচ দেখবেন এমি।
মোহনবাগান তাঁবুতে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। মোহনবাগান ক্লাবের অন্দরে বিভিন্ন পদক, ট্রফি, দেখছেন। সবুজ মেরুন কর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। রয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তও।
এমি মার্টিনেজকে স্বাগত জানাতে প্রস্তুত মোহনবাগান গ্যালারি। বেশির ভাগই এসেছেন সবুজ মেরুন জার্সিতে। সঙ্গে রয়েছে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা। অনেকের হাতে মেসির ১০ নম্বর জার্সিও।
আর কিছুক্ষণের মধ্যে মোহনবাগানের নতুন গেট উন্মোচন করবেন এমি মার্টিনেজ।
সবুজ-মেরুন শিবিরে এমি দর্শনের জন্য ভিড় জমিয়েছেন ফ্যানেরা।
মিলন মেলা প্রাঙ্গনের অনুষ্ঠানে এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতার ২ প্রধান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
পড়ুন বিস্তারিত – Emiliano Martinez : মাছ, মিষ্টি অ্যান্ড মোর…মিলনমেলায় দুই প্রধানের তরফে সংবর্ধিত ডিবু
এমিলিয়ানো মার্টিনেজের পরবর্তী গন্তব্য মোহনবাগান। ডিবুকে স্বাগত জানাতে তৈরি মেরিনার্সরা।
Mariners are ready to Welcome Dibu!#JoyMohunBagan #Mariners #MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #EmilianoMartinez #fans #crowd pic.twitter.com/ZnE7hhZGov
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
মেসি না রোনাল্ডো? কে সেরা? কাকে বাছলেন এমি?
পড়ুন বিস্তারিত – Emiliano Martinez in Kolkata : ‘রোনাল্ডো শুধুই ফুটবলার, মেসি অন্য গ্রহের’, কলকাতায় এসে পার্থক্য বোঝালেন এমি
মিলন মেলার অনুষ্ঠানের মঞ্চ থেকে ডিবু যখন বললেন ‘জয় মোহনবাগান’… দেখুন সেই দৃশ্য।
Joy Mohun Bagan from Emiliano 'Dibu' Martinez.#JoyMohunBagan #Mariners #MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #EmilianoMartinez pic.twitter.com/218220So8H
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
মিলন মেলায় অনুষ্ঠিত হল ‘ডিবু শো’। এক ঝলকে দেখে নিন সেই অনুষ্ঠানের কিছু ছবি।
Mohun Bagan Executive Committee Members felicitated Emiliano Martinez at "Tahader Kotha" Event at Milan Mela.#JoyMohunBagan #Mariners #MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #EmilianoMartinez #MohunBaganGate #GateInauguration pic.twitter.com/jOR1Zi760h
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
মিলন মেলার মঞ্চে এমি মার্টিনেজের সঙ্গে দুই প্রধানের কর্তা একফ্রেমে।
মোহনবাগান ক্লাবে গিয়ে পেলে, মারাদোনা-সোবার্স গেট উন্মোচন করবেন এমি মার্টিনেজ।
????, ???????? & ?????? ???? will be inaugurated by the Golden Gloves Winner ???????? '????' ????????.#JoyMohunBagan #Mariners #MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #EmilianoMartinez pic.twitter.com/WiMGciEIis
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
মিলন মেলায় ‘ডিবু শো’ শেষ। এ বার এমিলিয়ানো মার্টিনেজের পরবর্তী গন্তব্য মোহনবাগান।
ডিবু বললেন, ‘মেসির জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের।’
এমিলিয়ানো বললেন, ‘কলকাতায় এসে বুঝলাম আর্জেন্টিনার প্রতি সমর্থকদের আবেগ কতটা। বিশ্বকাপ না জিতলে হয়তো এই স্বপ্নগুলো পূরণ হত না।’
কলকাতায় এসে আবেগী ডিবু। তিনি বললেন, ‘এখন ৮, ১০, ১২ বছরের ছেলেদের দেখলে নিজের কথা মনে পড়ে যায়। আমি অনেক গরীব পরিবার থেকে উঠে এসেছি।’
রোনাল্ডো না মেসি? কে সেরা? উত্তরে এমি বলে দিলেন, ‘অবশ্যই মেসি সর্বশ্রেষ্ঠ। রোনাল্ডো একজন ফুটবলার শুধুমাত্র।’
ডিবু বললেন, “মেসি বিশ্বের সেরা। কাতারে বিশ্বকাপ জেতার পর মেসি আমাকে এসে বলেছিল, ‘তুমি আমাদের বাঁচালে।’ আমি বিশ্বের সেরা খোলোয়াড়ের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছি।”
মিলন মেলার মঞ্চ থেকে এমিলিয়ানো মার্টিনেজ যা বললেন—
শতবর্ষপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব থেকে এমি মার্টিনেজকে দেওয়া হল স্মারক ও সদস্যপদ।
ইস্টবেঙ্গলের পর এমিলিয়ানো মার্টিনেজেকে সংবর্ধনা দিল মোহনবাগান। তাঁর গলায় শোনা গেল ‘জয় মোহনবাগান’।
মিলনমেলা প্রাঙ্গনে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে সম্মান জানানো হল। একে একে ডিবুর হাতে ইলিশ মাছ, মিষ্টি ও সদস্যপদ তুলে দেওয়া হল। ‘জয় ইস্টবেঙ্গল’ বলে সম্বোধন করলেন এমি।
মিলন মেলা প্রাঙ্গনে ‘ডিবু শো’ শুরু। মঞ্চে উঠে পড়েছেন এমি মার্টিনেজ।
মোহনবাগান ক্লাবে তো ডিবুর যাওয়ার কথা রয়েছেই। কলকাতায় যেহেতু তিনি এসেছেন, তাই ইস্টবেঙ্গল থেকেও ডিবুর জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।
সোমবার কলকাতায় এসেছেন ডিবু। আজ দিন ভর তিনি নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আগামী কাল তাঁকে শ্রীভূমি ক্লাবে দেওয়া হবে বিশেষ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড।
পড়ুন বিস্তারিত – Emiliano Martinez in Kolkata : এমিকে স্বাগত জানাল তিলোত্তমা, দেওয়া হবে ‘গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড’
কলকাতা সফরে এলাহি খাবার দাবারের আয়োজন করা হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের জন্য। ডিবুর জন্য কী মেনু থাকছে জানেন?
পড়ুন বিস্তারিত – Emiliano Martinez in Kolkata: ইলিশ পাতুরি থেকে ডাব চিংড়ি, কলকাতা সফরে এমি মার্টিনেজের পাতে থাকছে কোন কোন খাবার?
এমিলিয়ানো মার্টিনেজকে সম্মান জানাতে বিশেষ স্মারক দেবে মোহনবাগান ক্লাব।
???????? '????' will be honoured with this iconic '????? ????? ???????'.#MBAC #MB #GloriousPastVibrantFuture #MohunBagan #MohunBaganAC #MohunBaganAthleticClub #MohunBaganAllStars #KolkataPolice #KolkataPoliceFootballTeam #EmilianoMartinez pic.twitter.com/5FflrZEF5U
— Mohun Bagan (@Mohun_Bagan) July 4, 2023
কলকাতার মিলন মেলায় কিছুক্ষণ বাদেই শুরু হবে এমিলিয়ানো মার্টিনেজের অনুষ্ঠান। প্রস্তুতি তুঙ্গে। ভক্তরাও ভিড় জমাচ্ছেন। সকলেই উদগ্রীব মার্টিনেজকে দেখার জন্য।
কলকাতায় সোমবার এসেছেন এমি। এখানে আসার আগে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। যদিও বাংলাদেশের আপামর ফুটবল ভক্ত তাঁর দর্শন পায়নি।
পড়ুন বিস্তারিত – Emiliano Martinez : ‘বাজপাখি’ দর্শন না হওয়ায় বাংলাদেশিদের হা হুতাশ, আজ তিলোত্তমা মাতাবেন এমি
কলকাতাবাসীরা তৈরি হয়ে গিয়েছেন তো? আজ দিনভর তিলোত্তমা মাতাবেন লিওনেল মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এমির কর্মসূচি।
তিলোত্তমায় আজ সারাদিন একঝাঁক কর্মসূচি রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের।