Emiliano Martinez in Kolkata Highlights: মিলনমেলা থেকে মোহনবাগান, এমি মার্টিনেজের বিস্তারিত তথ্য রইল

Jul 05, 2023 | 11:09 AM

Emiliano Martinez Kolkata Tour Live updates: দিনভর তিলোত্তমা মাতালেন লিওনেল মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতায় এমির সারাদিনের খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

Emiliano Martinez in Kolkata Highlights: মিলনমেলা থেকে মোহনবাগান, এমি মার্টিনেজের বিস্তারিত তথ্য রইল
তিলোত্তমায় এমির সারাদিন, নজর রাখুন ডিবুর একঝাঁক কর্মসূচিতে
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

কলকাতাবাসী তৈরি ছিলেন এমনই নানা মুহূর্তের? গত কালই কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মিলন মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তাঁর পরবর্তী গন্তব্য ছিল মোহনবাগান (Mohun Bagan)  ক্লাব। সেখানে নানা মুহূর্ত উপহার দিলেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপেরও উদ্বোধন করেন। বুধবারও কলকাতায় থাকছেন এমি মার্টিনেজ। দিনভর নানা অনুষ্ঠানে যোগ দেবেন। তিলোত্তমায় এমির সারাদিনের খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Jul 2023 07:37 PM (IST)

    সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও কুয়েত। লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে : নবম ট্রফির লক্ষ্যে, সাফের ফাইনালে আজ ভারত বনাম কুয়েত

  • 04 Jul 2023 07:34 PM (IST)

    কাল কী সূচি এমির?

    • কাল, বুধবার সকাল দশটা নাগাদ শ্রীভূমি ক্লাবের অনুষ্ঠানে থাকবেন এমি মার্টিনেজ।
    • দুপুর ১২টায় লেবুতলার একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
    • এরপর তিনি যাবেন রিষড়ায়।
    • এই সূচির মাঝে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন এমি।

  • 04 Jul 2023 07:32 PM (IST)

    মেসির পেনাল্টি বাঁচানো নিয়ে কী বললেন এমি?

    বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদের পেনাল্টি বাঁচিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। কখনও জাতীয় দলের সতীর্থ লিও মেসির পেনাল্টি বাঁচিয়েছেন? পডুন বিস্তারিত : কখনও মেসির পেনাল্টি বাঁচিয়েছেন? এমি মার্টিনেজ বললেন…

  • 04 Jul 2023 06:53 PM (IST)

    মঞ্চে বসে ম্যাচ দেখছেন এমি

    কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন হয়ে গেল। মঞ্চে বসে প্রীতি ম্যাচ দেখছেন এমি মার্টিনেজ।

  • 04 Jul 2023 06:30 PM (IST)

    পেনাল্টি মোমেন্ট

    কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনে মোহনবাগান অলস্টার টিম এবং পুলিশের টিমের সঙ্গে মিলিত হচ্ছেন এমি। বলে লাথি মেরে টুর্নামেন্টের অফিসিয়াল উদ্বোধন। গোলে এমি মার্টিনেজ। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শট মারলেন। দু-দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলাচ্ছেন এমি। দু-দলের সঙ্গে গ্রুপ ছবি এমি মার্টিনেজের।

  • 04 Jul 2023 06:26 PM (IST)

    ট্রফি উন্মোচন

    এমি মার্টিনেজ কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ উদ্বোধন করলেন। নিজেও ট্রফি তুলে নিলেন। পুলিশ কমিশনার এবং মোহনবাগান সচিবের সঙ্গে সেলফি তুললেন এমি। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের বিভিন্ন দলের অধিনায়কের হাতে জার্সি তুলে দিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য রাখছেন এমি। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন হয়ে গেল।

  • 04 Jul 2023 06:24 PM (IST)

    এমিকে উপহার

    এমি মার্টিনেজকে বিশেষ স্মারক তুলে দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

    মোহনবাগানের তরফে মোহনবাগান রত্নর আদলে পদক দিলেন এমিকে। সঙ্গে মোহনবাগানের টুপি পরিয়ে দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়।

  • 04 Jul 2023 06:18 PM (IST)

    প্রশ্নের উত্তর দেবেন এমি

    • কখনও মেসির পেনাল্টি মিস করেছেন? বিশ্বকাপের প্রস্তুতিতে বিশ্বের সেরা প্লেয়ার আমার বিরুদ্ধে পেনাল্টি কিক প্র্যাক্টিস করছিল। তবে যে কটা সেভ করেছি, তার চেয়ে অনেক অনেক বেশি গোল করেছে মেসি।
    • বিশ্বকাপই শেষ নয়, আমি পরবর্তী বিশ্বকাপ, কোপা জেতার স্বপ্ন দেখছি।
    • ভারতেও অনেক ভালো গোলকিপার আছে আমি বিশ্বাস করি।
    • পেনাল্টিতে কেন এত ভালো? কিছু স্পেশাল প্র্যাক্টিস করি। মনোবিদেরও সাহায্য নিই।
    • ম্যানুয়েল ন্যুয়ের, লেভ ইয়াসিন এখন মার্টিনেজ? আমি এখানেই থামছি না। নিজেকে আরও উন্নত করতে হবে। কখনও ভয় পাই না। আমাদের আর্জেন্টিনা দল ‘গ্রুপ অফ টাইগার্স’।
    • কলকাতা, লাভ ইউ।
  • 04 Jul 2023 06:17 PM (IST)

    হেলো কলকাতা

    এমির প্রথম মন্তব্য এটিই। আমার জীবনের গল্প সত্যিই কঠিন। স্বপ্ন ছিল দেশের জন্য খেলা। আমরা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসমা জিতেছি। এখানে সকলেই আনন্দ করছে। দেখে খুবই ভালো লাগছে। এটিই শেষ নয়। আবারও কলকাতায় আসবো। আশা করছি পরবর্তী কোপা আমেরিকা জিতব। জয় মোহনবাগান।

  • 04 Jul 2023 06:08 PM (IST)

    বক্তব্য রাখছেন সচিব

    ‘বাজপাখি’ এমি মার্টিনেজ মোহনবাগান ক্লাবে আসার জন্য এবং বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এই ক্লাবে মারাদোনা এসেছেন, ভালদেরামা, অলিভার কান। পেলে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছেন। সবটাই এমির সামনে তুলে ধরলেন মোহনবাগান সচিব।

  • 04 Jul 2023 06:04 PM (IST)

    মঞ্চে এমি

    কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনী মঞ্চে এমি মার্টিনেজ। সঙ্গে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং অন্যান্যরা।

  • 04 Jul 2023 05:57 PM (IST)

    মোহনবাগান ‘এমি’ স্টার দল

    মোহনবাগান অলস্টার দলের সকলেই এমির নাম লেখা ২৩ নম্বর জার্সিতে। তাঁরা ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন। মাঠ প্রদক্ষিণ চলছে এমির। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই। এমিই উদ্বোধন করবেন। পুলিশ দলেরও জার্সিতে এমি এবং ২৩ নম্বর।

  • 04 Jul 2023 05:55 PM (IST)

    মোহনবাগান মাঠ প্রদক্ষিণ

    গল্ফ কার্টে মোহনবাগান মাঠ প্রদক্ষিণ করছেন এমি মার্টিনেজ। গ্যালারি থেকে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ সমর্থকদের। গ্যালারির দিকে উপহার স্মারক হিসেবে ফুটবল ছুড়ে দিচ্ছেন এমি।

  • 04 Jul 2023 05:52 PM (IST)

    পেলে-মারাদোনা-সোবার্স গেট

    আর্জেন্টিনার বিশ্বজয়ী কিপারের হাত ধরে উদ্বোধন হল মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্সের নামাঙ্কিত গেট।

     

  • 04 Jul 2023 05:50 PM (IST)

    মাঠে ঢুকছে মোহনবাগান অলস্টার টিম

    মোহনবাগানের অলস্টার একাদশ বনাম পুলিশের একটি ম্যাচ রয়েছে। মাঠে প্রবেশ শঙ্করলাল চক্রবর্তী, শিল্টন পালদের মতো তারকা ফুটবলারদের। ম্যাচ দেখবেন এমি।

  • 04 Jul 2023 05:30 PM (IST)

    স্বাগত এমি…

    • এমি মার্টিনেজকে সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। এমিকে মোহনবাগান জার্সি উপহার দিলেন সচিব দেবাশিস দত্ত। মোহনবাগান জার্সি পরে এবং উত্তরীয় গলায় নিয়ে তাঁবুর ভেতর এমি। মোহনবাগান সদস্যদর হাতে তুলে দিলেন নতুন সদস্যপদ কার্ড। ক্লাবের সামনে মার্টিনেজ…মার্টিনেজজজ ধ্বনি।
    • মোহনবাগান সদস্যর হাতে নতুন সদস্যপদ কার্ডের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিও তুলে দিলেন এমি।
  • 04 Jul 2023 05:26 PM (IST)

    পা পড়ল এমির

    মোহনবাগান তাঁবুতে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। মোহনবাগান ক্লাবের অন্দরে বিভিন্ন পদক, ট্রফি, দেখছেন। সবুজ মেরুন কর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। রয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তও।

     

  • 04 Jul 2023 04:59 PM (IST)

    সবুজ মেরুন গ্যালারিতে নীল-সাদাও

    এমি মার্টিনেজকে স্বাগত জানাতে প্রস্তুত মোহনবাগান গ্যালারি। বেশির ভাগই এসেছেন সবুজ মেরুন জার্সিতে। সঙ্গে রয়েছে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা। অনেকের হাতে মেসির ১০ নম্বর জার্সিও।

  • 04 Jul 2023 04:26 PM (IST)

    আর কিছুক্ষণ পরই মোহনবাগানের নতুন গেট উদ্বোধন হবে

    আর কিছুক্ষণের মধ্যে মোহনবাগানের নতুন গেট উন্মোচন করবেন এমি মার্টিনেজ।

    মোহনবাগানের নতুন গেটের সামনে দর্শকদের ভিড়। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 04:23 PM (IST)

    সবুজ-মেরুন শিবিরে এমির জন্য ভিড় জমিয়েছেন ফ্যানেরা

    সবুজ-মেরুন শিবিরে এমি দর্শনের জন্য ভিড় জমিয়েছেন ফ্যানেরা।

    সবুজ-মেরুন শিবিরে এমির জন্য ভিড় জমিয়েছেন ফ্যানেরা। (নিজস্ব চিত্র।)

  • 04 Jul 2023 04:10 PM (IST)

    তিলোত্তমায় ডিবু বন্দনা

    মিলন মেলা প্রাঙ্গনের অনুষ্ঠানে এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতার ২ প্রধান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    পড়ুন বিস্তারিত – Emiliano Martinez : মাছ, মিষ্টি অ্যান্ড মোর…মিলনমেলায় দুই প্রধানের তরফে সংবর্ধিত ডিবু

  • 04 Jul 2023 04:07 PM (IST)

    ডিবুকে স্বাগত জানাতে তৈরি মেরিনার্সরা

    এমিলিয়ানো মার্টিনেজের পরবর্তী গন্তব্য মোহনবাগান। ডিবুকে স্বাগত জানাতে তৈরি মেরিনার্সরা।

  • 04 Jul 2023 04:03 PM (IST)

    ‘মেসি সর্বশ্রেষ্ঠ’, বললেন এমি

    মেসি না রোনাল্ডো? কে সেরা? কাকে বাছলেন এমি?

    পড়ুন বিস্তারিত – Emiliano Martinez in Kolkata : ‘রোনাল্ডো শুধুই ফুটবলার, মেসি অন্য গ্রহের’, কলকাতায় এসে পার্থক্য বোঝালেন এমি

  • 04 Jul 2023 02:35 PM (IST)

    যখন এমি বললেন, ‘জয় মোহনবাগান’

    মিলন মেলার অনুষ্ঠানের মঞ্চ থেকে ডিবু যখন বললেন ‘জয় মোহনবাগান’… দেখুন সেই দৃশ্য।

  • 04 Jul 2023 02:26 PM (IST)

    এক ঝলকে মিলন মেলায় ‘ডিবু শো’ এর কিছু দৃশ্য

    মিলন মেলায় অনুষ্ঠিত হল ‘ডিবু শো’। এক ঝলকে দেখে নিন সেই অনুষ্ঠানের কিছু ছবি।

  • 04 Jul 2023 02:21 PM (IST)

    মার্টিনেজের সঙ্গে দুই প্রধানের কর্তা একফ্রেমে

    মিলন মেলার মঞ্চে এমি মার্টিনেজের সঙ্গে দুই প্রধানের কর্তা একফ্রেমে।

    মার্টিনেজের সঙ্গে দুই প্রধানের কর্তা একফ্রেমে। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 02:01 PM (IST)

    মোহনবাগানে গিয়ে পেলে, মারাদোনা-সোবার্স গেট উন্মোচন করবেন এমি

    মোহনবাগান ক্লাবে গিয়ে পেলে, মারাদোনা-সোবার্স গেট উন্মোচন করবেন এমি মার্টিনেজ।

  • 04 Jul 2023 01:59 PM (IST)

    মিলন মেলায় ডিবুর অনুষ্ঠান শেষ হল

    মিলন মেলায় ‘ডিবু শো’ শেষ। এ বার এমিলিয়ানো মার্টিনেজের পরবর্তী গন্তব্য মোহনবাগান।

  • 04 Jul 2023 01:33 PM (IST)

    মেসি-রোনাল্ডোর জায়গা কেউ নিতে পারবেন?

    ডিবু বললেন, ‘মেসির জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের।’

  • 04 Jul 2023 01:31 PM (IST)

    কলকাতার আর্জেন্টিনা সমর্থকদের জন্য ডিবুর বার্তা

    এমিলিয়ানো বললেন, ‘কলকাতায় এসে বুঝলাম আর্জেন্টিনার প্রতি সমর্থকদের আবেগ কতটা। বিশ্বকাপ না জিতলে হয়তো এই স্বপ্নগুলো পূরণ হত না।’

  • 04 Jul 2023 01:30 PM (IST)

    আবেগী এমি

    কলকাতায় এসে আবেগী ডিবু। তিনি বললেন, ‘এখন ৮, ১০, ১২ বছরের ছেলেদের দেখলে নিজের কথা মনে পড়ে যায়। আমি অনেক গরীব পরিবার থেকে উঠে এসেছি।’

     

     

  • 04 Jul 2023 01:29 PM (IST)

    মেসি না রোনাল্ডো কাকে সেরা বললেন মার্টিনেজ?

    রোনাল্ডো না মেসি? কে সেরা? উত্তরে এমি বলে দিলেন, ‘অবশ্যই মেসি সর্বশ্রেষ্ঠ। রোনাল্ডো একজন ফুটবলার শুধুমাত্র।’

  • 04 Jul 2023 01:27 PM (IST)

    বিশ্বকাপ জয়ের পর এমিকে কী বলেছিলেন মেসি?

    ডিবু বললেন, “মেসি বিশ্বের সেরা। কাতারে বিশ্বকাপ জেতার পর মেসি আমাকে এসে বলেছিল, ‘তুমি আমাদের বাঁচালে।’ আমি বিশ্বের সেরা খোলোয়াড়ের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছি।”

  • 04 Jul 2023 01:24 PM (IST)

    কাতারি কিসসা শোনাচ্ছেন মার্টিনেজ…

    মিলন মেলার মঞ্চ থেকে এমিলিয়ানো মার্টিনেজ যা বললেন—

    • কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতে এসেছি। পরের বার আবার কোপা আর বিশ্বকাপ জিতব।
    • ডিবু আরও বলেন, ‘মেসিকে আমরা বিশ্বসেরা বলি। ওকে আমরা সিংহ বলে ডাকি। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারানোর পরই বিশ্বাস হয়ে গিয়েছিল আমরা বিশ্বকাপ জিতব।’

    কাতারি কিসসা শোনাচ্ছেন মার্টিনেজ… (নিজস্ব চিত্র)।

  • 04 Jul 2023 01:10 PM (IST)

    লাল-হলুদ থেকে এমিকে দেওয়া হল স্মারক ও সদস্যপদ

    শতবর্ষপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব থেকে এমি মার্টিনেজকে দেওয়া হল স্মারক ও সদস্যপদ।

    লাল-হলুদ থেকে এমিকে দেওয়া হল সদস্যপদ। (নিজস্ব চিত্র)

    লাল-হলুদ থেকে এমিকে দেওয়া হল স্মারক। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 01:06 PM (IST)

    ‘জয় মোহনবাগান’ বললেন এমি

    ইস্টবেঙ্গলের পর এমিলিয়ানো মার্টিনেজেকে সংবর্ধনা দিল মোহনবাগান। তাঁর গলায় শোনা গেল ‘জয় মোহনবাগান’।

  • 04 Jul 2023 01:04 PM (IST)

    ‘জয় ইস্টবেঙ্গল’ বললেন এমি

    মিলনমেলা প্রাঙ্গনে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে সম্মান জানানো হল। একে একে ডিবুর হাতে ইলিশ মাছ, মিষ্টি ও সদস্যপদ তুলে দেওয়া হল। ‘জয় ইস্টবেঙ্গল’ বলে সম্বোধন করলেন এমি।

    ‘জয় ইস্টবেঙ্গল’ বলে সম্বোধন করলেন এমি। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 12:54 PM (IST)

    মঞ্চে উঠে পড়েছেন এমি

    মিলন মেলা প্রাঙ্গনে ‘ডিবু শো’ শুরু। মঞ্চে উঠে পড়েছেন এমি মার্টিনেজ।

    মিলন মেলা প্রাঙ্গনে মঞ্চে উঠে পড়েছেন এমি মার্টিনেজ। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 12:53 PM (IST)

    ডিবুর জন্য ইস্টবেঙ্গল থেকেও বিশেষ আয়োজন

    মোহনবাগান ক্লাবে তো ডিবুর যাওয়ার কথা রয়েছেই। কলকাতায় যেহেতু তিনি এসেছেন, তাই ইস্টবেঙ্গল থেকেও ডিবুর জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।

    ইস্টবেঙ্গল থেকে মার্টিনেজকে দেওয়া হচ্ছে ইলিশ মাছ। (নিজস্ব চিত্র)

    ইস্টবেঙ্গল থেকে মার্টিনেজকে দেওয়া হচ্ছে ইলিশ মাছ, মিষ্টি। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 12:40 PM (IST)

    আগামী কালও থাকবে ডিবুর জন্য বিশেষ আয়োজন

    সোমবার কলকাতায় এসেছেন ডিবু। আজ দিন ভর তিনি নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আগামী কাল তাঁকে শ্রীভূমি ক্লাবে দেওয়া হবে বিশেষ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড।

    পড়ুন বিস্তারিত – Emiliano Martinez in Kolkata : এমিকে স্বাগত জানাল তিলোত্তমা, দেওয়া হবে ‘গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড’

  • 04 Jul 2023 12:38 PM (IST)

    কলকাতা সফরে কী কী খাবেন এমি জানেন?

    কলকাতা সফরে এলাহি খাবার দাবারের আয়োজন করা হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের জন্য। ডিবুর জন্য কী মেনু থাকছে জানেন?

    পড়ুন বিস্তারিত – Emiliano Martinez in Kolkata: ইলিশ পাতুরি থেকে ডাব চিংড়ি, কলকাতা সফরে এমি মার্টিনেজের পাতে থাকছে কোন কোন খাবার?

  • 04 Jul 2023 12:02 PM (IST)

    ডিবুর জন্য বিশেষ স্মারক

    এমিলিয়ানো মার্টিনেজকে সম্মান জানাতে বিশেষ স্মারক দেবে মোহনবাগান ক্লাব।

  • 04 Jul 2023 11:48 AM (IST)

    এমির অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

    কলকাতার মিলন মেলায় কিছুক্ষণ বাদেই শুরু হবে এমিলিয়ানো মার্টিনেজের অনুষ্ঠান। প্রস্তুতি তুঙ্গে। ভক্তরাও ভিড় জমাচ্ছেন। সকলেই উদগ্রীব মার্টিনেজকে দেখার জন্য।

    এমির অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। (নিজস্ব চিত্র)

  • 04 Jul 2023 11:45 AM (IST)

    কলকাতায় আসার আগে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন এমি

    কলকাতায় সোমবার এসেছেন এমি। এখানে আসার আগে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। যদিও বাংলাদেশের আপামর ফুটবল ভক্ত তাঁর দর্শন পায়নি।

    পড়ুন বিস্তারিত – Emiliano Martinez : ‘বাজপাখি’ দর্শন না হওয়ায় বাংলাদেশিদের হা হুতাশ, আজ তিলোত্তমা মাতাবেন এমি

  • 04 Jul 2023 11:40 AM (IST)

    তিলোত্তমায় দ্যুতি ছড়াবেন এমি

    কলকাতাবাসীরা তৈরি হয়ে গিয়েছেন তো? আজ দিনভর তিলোত্তমা মাতাবেন লিওনেল মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এমির কর্মসূচি।

  • 04 Jul 2023 11:34 AM (IST)

    কলকাতায় আজ দিনভর থাকছেন এমি

    তিলোত্তমায় আজ সারাদিন একঝাঁক কর্মসূচি রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের।