Mohun Bagan: ১৫ দিনের মধ্যেই মোহনবাগানে নতুন সভাপতি

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 23, 2022 | 8:21 PM

২০২০-২১ আর্থিক বর্ষে খাতায় কলমে মোহনবাগানের ক্ষতি ৫১ লাখ টাকা। আদতে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। কিন্তু কোভিড (covid) ও আমফানের সময় ২০ লক্ষ টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তহবিলে। ২১ লাখ টাকা এখনও মেম্বারশিপ ফি বাকি আছে।

Mohun Bagan: ১৫ দিনের মধ্যেই মোহনবাগানে নতুন সভাপতি
নতুন কমিটির হাত ধরে পথ চলা শুরু বাগানের। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: সভাপতি ছাড়াই অনুষ্ঠিত হল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা (AGM)। প্রায় ৮০০ সদস্য এ দিন হাজির হন মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club)। সদস্য সমর্থকদের একগুচ্ছ আশ্বাস দেয় মোহনবাগানের নতুন কমিটি। কর্তাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন, দাবি-দাওয়া তোলেন সদস্যরা। আগামী ১৫ দিনের মধ্যেই মোহনবাগানের নতুন সভাপতির নাম ঘোষণা হবে। আশ্বাস দিল বাগানের নতুন কমিটি (MB committee)। একই সঙ্গে এবার থেকে সদস্যদের জন্য একটাই মেম্বারশিপ কার্ড করা হবে। এছাড়া সদস্যদের চাঁদা দেওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, তার জন্য অনলাইন পেমেন্ট এর ব্যবস্থা করবে মোহনবাগানের নতুন কমিটি। সোশ্যাল মিডিয়াতেও মোহনবাগানের অফিসিয়াল ওয়েবসাইটকে যাতে প্রফেশনালি হ্যান্ডেল করা হয়, সেটারও আশ্বাস দেওয়া হয়েছে।

মোহনবাগানের নামের আগে এটিকের নাম সরানোর দাবি তোলেন সদস্যরা (members)। এই বিষয়টাকে সমস্যা হিসেবে আখ্যা দিয়েছে মোহনবাগানের নতুন কমিটি। বাগানের নতুন সচিব জানান, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া যাবে না। কারণ অনেক আইনী বিষয় জড়িয়ে আছে এটার সঙ্গে। মেম্বারশিপে পরিবর্তন আনার কথাও জানান দেবাশিস দত্ত। বাড়িতে বসেই যাতে মেম্বারশিপ কার্ড হাতে পান সদস্যরা সেই ব্যবস্থাও করবে মোহনবাগান ক্লাব।

২০২০-২১ আর্থিক বর্ষে খাতায় কলমে মোহনবাগানের ক্ষতি ৫১ লাখ টাকা। আদতে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। কিন্তু কোভিড (covid) ও আমফানের সময় ২০ লক্ষ টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তহবিলে। ২১ লাখ টাকা এখনও মেম্বারশিপ ফি বাকি আছে। কোভিডের সময় অনেকেই মেম্বারশিপ ফি দিতে পারেননি। একই সঙ্গে সঙ্গে জানান হয়, ১৫ মে-র মধ্যে মোহনবাগানের তাঁবুর কাজ অনেকটা শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নতুন তাঁবুর উদ্বোধন হবে। আগেই সেই কথা জানান হয়েছিল

 

আরও পড়ুন : Badminton Academy: ভাঙড়ে ব্যাডমিন্টন অ্যাকাডেমির শুভ সূচনা

আরও পড়ুন: IPL 2022: টানা হারের ধাক্কায় প্লে-অফ থেকে ক্রমশ সরছে শ্রেয়সের কেকেআর

Next Article