Badminton Academy: ভাঙড়ে ব্যাডমিন্টন অ্যাকাডেমির শুভ সূচনা
পাঁচবিঘা জমির ওপর আধুনিক মানের ব্যাডমিন্টন স্টেডিয়াম ছাড়াও, জিম, সুইমিং পুল ও ছাত্রাবাস তৈরি করা হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হবে। এবং কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ছ’মাস।
কলকাতা: জাতীয় ও আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন (Badminton) খেলোয়াড় তৈরির লক্ষ্যে ভাঙড়ে ব্যাডমিন্টন অ্যাকাডেমি তৈরির উদ্যোগ নিল বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমি (Badminton Academy)। শনিবার বানতলা চর্মনগরীর কাছে আন্দুলগোড়িতে এই অ্যাকাডেমির ভিত্তিপ্রস্তর হয়। ভিত্তিপ্রস্তর করেন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত গুপ্ত। পাঁচবিঘা জমির ওপর আধুনিক মানের ব্যাডমিন্টন স্টেডিয়াম ছাড়াও, জিম, সুইমিং পুল ও ছাত্রাবাস তৈরি করা হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হবে। এবং কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ছ’মাস।
ভাঙড় ১ ব্লকের তাড়দহ অঞ্চলের দুর্গাপুর চণ্ডিপুর হাইস্কুলের পাশেই এই একাডেমিতে শুধু কলকাতা বা দুই ২৪ পরগণা নয় বাইরের রাজ্যের এমনকি নেপাল, ভুটানের ছেলে মেয়েরাও প্রশিক্ষন নিতে পারবে বলে জানা গিয়েছে।অনুষ্ঠানে সুব্রত গুপ্তার পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ট্রাস্টি হীরক সেনগুপ্ত, ভাঙড় ১ ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার,কলকাতা লেদার কমপ্লেক্স থানার আইসি প্রশান্ত ভৌমিক প্রমুখ।।
সংস্থা সূত্রে খবর, সল্টলেকের শুভান্ন বিল্ডিং এর ছাদে এই সংস্থা দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে সব বয়সের ছেলে মেয়েদের ব্যাডমিন্টন প্রশিক্ষণ দিয়ে আসছে। এ বার তাঁরা বড় কিছু করার লক্ষ্যে শহরের উপকন্ঠে বানতলায় অ্যাকাডেমি গড়তে চলেছেন। এখানে প্রাথমিক পর্যায়ে তিনটি ব্যাডমিন্টন কোর্ট, জিম,সুইমিং পুল, হস্টেল, ক্যাফেটেরিয়া তৈরি করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে পরিকাঠামোর উন্নতি করা হবে বলে জানান হীরকবাবু।
আরও পড়ুন: IPL 2022: টানা হারের ধাক্কায় প্লে-অফ থেকে ক্রমশ সরছে শ্রেয়সের কেকেআর
আরও পড়ুন: RCB vs SRH LIVE Score, IPL 2022: লাল-কমলার যুদ্ধে ফোকাসে বিরাট, উইলিয়ামসন