RCB vs SRH, IPL 2022, Match 36 Result: শূন্য হাতে ফিরলেন বিরাট, দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন উইলিয়ামসনরা

| Edited By: | Updated on: Apr 23, 2022 | 10:35 PM

Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad Live Score in Bangla: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

RCB vs SRH, IPL 2022, Match 36 Result: শূন্য হাতে ফিরলেন বিরাট, দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন উইলিয়ামসনরা
দক্ষিণ ভারতের মহাযুদ্ধ

মুম্বই: সত্যিই খুব বিচিত্র খেলা এই ক্রিকেট। আর টি-২০ ক্রিকেট হলে কথাই নেই। কবে যে কার দিন সেটা টের পাওয়ার আগেই দিন শেষ। এ বারের আইপিএলে (IPL 2022) এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আজ কোনও চ্যালেঞ্জই জানাতে পারল না। অন্যদিকে আজকের ম্যাচে আন্ডার ডগ হয়ে মাঠে নামা কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) খেলা শুরুর পাঁচ ওভারের মধ্যেই সিংহের গর্জন দিতে শুরু করল। তাদের দাপটে ৪০ ওভারের খেলা শেষ মাত্র ২৪ ওভারে। লম্বা টুর্নামেন্টে এমন এক একটা দিন আসে। তাই ফাফের দল নিয়ে গেল গেল রব তোলার কিছু নেই। তবে যেটা সব থেকে আশঙ্কার সেটা বিরাট কোহলির ফর্ম। রান পাচ্ছেন না শুধু নয় পরপর দুটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে ফিরলেন কিং কোহলি। এটা নিশ্চই ভাবাচ্ছে ফাফ ও মাইক হেসেনকে। মঙ্গলবার পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে আরসিবি। অন্যদিকে বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।

Key Events

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৬৮

তিনজন ব্যাটার আউট শূন্য রানে

সানরাইজার্স হায়দরাবাদ – ৭২/১ (৮)

৯ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অরেঞ্জ আর্মি

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Apr 2022 10:01 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ – ৭২/১ (৮)

    ৯ উইকেটে ম্যাচ জিতল সানরাইজার্স। অরেঞ্জ আর্মি পৌঁছে গেল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে

  • 23 Apr 2022 09:50 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ – ৫৬/০ (৬)

    ৮৪ বলে ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির চাই মাত্র ১৩ রান

  • 23 Apr 2022 09:08 PM (IST)

    ৬৮ রানে অল আউট আরসিবি

    মাত্র ৬৮ রানে গুটিয়ে গেল বিরাটদের ইনিংস। তিনটি করে উইকেট নিলেন ইয়ানসেন ও নটরাজন।

  • 23 Apr 2022 08:53 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৬৮/৮ (১৫)

    ১৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান বিরাটদের

  • 23 Apr 2022 08:29 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৪৯/৭ (১০)

    দশ ওভার শেষ। রয়্যালসদের ইনিংসও শেষের পথে। ৫০ রান ওঠেনি বোর্ডে। ড্রেসিংরুমে ৭ ব্যাটার।

  • 23 Apr 2022 08:08 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৩৬/৪ (৭)

    ফাফ, অনুজ, বিরাট, ম্যাক্সওয়েল, সবাই ফিরেছেন প্যাভেলিয়ানে

  • 23 Apr 2022 07:42 PM (IST)

    আবার ০ বিরাটের

    আবার ০ রানে আউট বিরাট কোহলি। দাপট দেখাচ্ছেন অরেঞ্জ আর্মির বোলাররা। প্রথম ২ ওভারে তিনটি উইকেট হারিয়ে চাপে আরসিবি। দ্বিতীয় ওভারেই তিনটি উইকেট নিলেন মার্কো ইয়ানসেন।

    আরসিবি – ৮/৩ (২)

  • 23 Apr 2022 07:21 PM (IST)

    নজরে দুই দল

  • 23 Apr 2022 07:03 PM (IST)

    টস জিতলেন উইলিয়ামসন

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনের।

  • 23 Apr 2022 06:51 PM (IST)

    ভেঙ্কটেশের উইকেট হারাল নাইটরা

    ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন রশিদ খান। ১৭ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি।

  • 23 Apr 2022 06:44 PM (IST)

    দক্ষিণের ডার্বি

Published On - Apr 23,2022 6:30 PM

Follow Us: