করোনার প্রতিষেধক নিয়ে পেলের বার্তা, ‘অতিমারি এখনও শেষ হয়নি’

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Mar 03, 2021 | 6:06 PM

করোনার শুরু থেকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন।

করোনার প্রতিষেধক নিয়ে পেলের বার্তা, ‘অতিমারি এখনও শেষ হয়নি’
করোনার প্রতিষেধক নিয়ে পেলের বার্তা, ‘অতিমারি এখনও শেষ হয়নি’

Follow Us

ব্রাসিলিয়া‌: করোনা ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে যখন লড়ছে সারা বিশ্ব, তাতে সামিল হলেন পেলেও (Pele)। বুধবার কিংবদন্তি ফুটবলারও নিলেন কোভিড-১৯ প্রতিষেধক (COVID vaccine)। টিকাকরণের ছবি পোস্ট করে পেলে লিখেছেন, “আজকের দিনটা আমি কখনও ভুলব না। অতিমারি এখনও কিন্তু শেষ হয়নি। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের শৃঙ্খলা মেনে চলতে হবে। মৃত্যু ঠেকাতে আমাদের এই প্রতিষেধক নিতে হবে। যতবার সম্ভব হাত পরিষ্কার রাখুন, আর সম্ভব হলে বাড়িতেই থাকুন।”

ব্রাজিলে করোনার প্রভাব মারাত্মক। এক কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত। মৃত্যুর সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে পেলের প্রতিষেধক নেওয়া জনমানসে গভীর প্রভাব ফেলবে বলে আশা করছে চিকিৎসা মহল।

আরও পড়ুন: টানা ২৮ ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার সিটি

করোনার শুরু থেকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন। যাতে তাঁর দেশের মানুষ এই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারেন। পেলের আর্জি, “বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক হোক। সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করতে হবে। একমাত্র এর মধ্যে দিয়েই আমরা একে অপরকে সাহায্য করতে পারব।”

Next Article