টানা ২৮ ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার সিটি

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে মঙ্গলবার উলভসকে (Wolves) ৪-১ হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই ম্যাচে জয়ের পর টানা ২৮ ম্যাচে অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা। পাশাপাশি প্রিমিয়ার লিগেও টানা ১৫ ম্যাচে জিতেছে ম্যান সিটি। জয়ের পর উচ্ছসিত ম্যান সিটির ম্যানেজার বলেছেন, "ম্যাঞ্চেস্টার সিটি দুর্দান্ত দল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পরের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা।"

| Updated on: Mar 03, 2021 | 1:20 PM
ম্যাচের ১৫ মিনিটে উলভসের লিয়েন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-উলভস টুইটার)

ম্যাচের ১৫ মিনিটে উলভসের লিয়েন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-উলভস টুইটার)

1 / 5
৬১ মিনিটে উলভসকে সমতায় ফেরান কাওডি।(সৌজন্যে-উলভস টুইটার)

৬১ মিনিটে উলভসকে সমতায় ফেরান কাওডি।(সৌজন্যে-উলভস টুইটার)

2 / 5
৮০ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন গ্যব্রিয়েল জেসুস।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৮০ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন গ্যব্রিয়েল জেসুস।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
৯০ মিনিটে রিয়াদ মাহারেজ ফের গোল ব্যবধান বাড়ান।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৯০ মিনিটে রিয়াদ মাহারেজ ফের গোল ব্যবধান বাড়ান।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
ইনজুরি টাইমে, ৯৩ মিনিটে গ্যব্রিয়েল জেসুসের দ্বিতীয় ও ম্যান সিটির চতুর্থ গোল।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইনজুরি টাইমে, ৯৩ মিনিটে গ্যব্রিয়েল জেসুসের দ্বিতীয় ও ম্যান সিটির চতুর্থ গোল।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
Follow Us: