চণ্ডীগড়: করোনাকালে ফের মৃত্যুর ছায়া ভারতীয় ফুটবলে (Indian Football)। প্রয়াত প্রাক্তন ফুটবল রাহুল কুমার (Rahul Kumar)। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। এ দিন পঞ্জাবে নিজের বাড়িতেই মারা যান রাহুল কুমার।
We mourn the death of former defender Rahul Kumar. Our thoughts and prayers are with his family. May he rest in peace ?
?: @MohammedanSC #RIP pic.twitter.com/Zs5j321CkZ
— Indian Football Team (@IndianFootball) May 20, 2021
মোহনবাগানের (Mohun Bagan) দুর্গাপুর সেল অ্যাকাডেমি থেকে উত্থান এই পঞ্জাব তনয়ের। ২০০৮ সালে মোহনবাগানের সিনিয়র টিমে সুযোগ পান রাইট ব্যাক রাহুল কুমার। কলকাতার অপর প্রধান মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan sporting) হয়েও খেলেছেন তিনি। এ ছাড়া ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতির হয়েও খেলেন রাহুল। সালগাঁওকর, জেসিটি, স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার হয়ে খেলেছেন তিনি।
The Mohun Bagan family offers condolences to Rahul Kumar’s family.
Rest in peace, Rahul Kumar 1985-2021. pic.twitter.com/hvEfSspUst
— Mohun Bagan (@Mohun_Bagan) May 20, 2021
কখনও ধনরাজন, কখনও কুলথুঙ্গান প্রত্যেক বছরই ময়দান হারাচ্ছে কোনও না কোনও ফুটবলারকে। মাত্র ৩৬ বছর বয়সেই এ বার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাহুল কুমার। করোনা পরিস্থিতির মধ্যেই তাঁর মৃত্যুতে ফের শোকের ছায়া নেমে এল ময়দানে। তাঁকে শ্রদ্ধা জানিয়েছে মোহনবাগান, মহমেডান, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতিও। সালগাঁওকরও শোকজ্ঞাপন করেছে রাহুল কুমারের মৃত্যুতে।
আরও পড়ুন: ক্যানসার কেড়ে নিল ভুবির বাবাকে