AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যানসার কেড়ে নিল ভুবির বাবাকে

লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। ভুবির বাবা উত্তরপ্রদেশ পুলিশে চাকরি করতেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিরণ। ৬৩ বছর বয়সে তিনি মারা গেলেন।

ক্যানসার কেড়ে নিল ভুবির বাবাকে
সৌজন্যে-ভুবনেশ্বর কুমার টুইটার
| Updated on: May 20, 2021 | 7:50 PM
Share

মুম্বই: পিতৃহারা হলেন ভারতীয় তারকা পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। গত বছর সেপ্টেম্বরে ভুবনেশ্বরের বাবা কিরণ পাল সিংয়ের ক্যানসার (cancer) ধরা পড়ে। লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। ভুবির বাবা উত্তরপ্রদেশ পুলিশে চাকরি করতেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিরণ। ৬৩ বছর বয়সে তিনি মারা গেলেন।

আইপিএল (IPL) মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায়, বাড়ি ফিরে বাবার খেয়াল রাখছিলেন ভুবি। দিল্লি ও নয়ডাতে কেমোথেরাপি হত ভুবনেশ্বেরের বাবার। ১৪ দিন আগে কিরণ পাল সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। যার ফলে মিরাটের গঙ্গানগর হাসপাতালে তাঁকে ভর্তি করতে হয়। লিভারের অসুখের পাশাপাশি জন্ডিস ও অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়, মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িও এসেছিলেন তিনি। লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ, বৃহস্পতিবার লড়াইয়ে হেরে গেলেন।

আইপিএলে ভুবনেশ্বর কুমারের দল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) তরফে শোকপ্রকাশ করা হয়েছে। টুইটারে তাদের তরফে লেখা হয়, “পিতৃবিয়োগের ফলে ভুবনেশ্বর ও তার পরিবারকে আমরা সমবেদনা জানাই। শক্ত থেকো ভুবি।”

আরও পড়ুন: মাইনের সব টাকা কোভিড রিলিফে দান ইয়ান ল-র