FIFA World Cup 2022: ‘সমালোচনায় কান দেব না’, বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে কে বলছেন এমন কথা?
তবে গোল শূন্য ড্র হয় সেই ম্যাচ। এর আগে ইরানকে হাফ ডজন গোল দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল থ্রি-লায়েন্সরা। জোড়া গোল বুকায়ো সাকার। বাকি চার গোল জুড বেলিংহ্যাম, রহিম স্টার্লিং, মার্কাস ব়্যাশফোর্ড এবং জ্যাক গ্রিলিশের। এবারও তাঁদের থেকে সেরকমই কিছু চমক দেখার আশায় ছিল ইংল্যান্ডের দর্শক-সমর্থকেরা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্ডারডগ দলের কাছে গতকাল সুবিধা করতে পারেনি হ্যারি কেনরা। গোল শূন্য হয় ম্যাচ। আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে ইংল্যান্ডের দর্শক সমর্থকেরা।
দোহা: গতকাল টাইলার অ্যাডামসের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের (United States Of America) সঙ্গে লড়াইয়ে নেমেছিল গ্যারেথ সাউথগেটের দল। তবে গোলশূন্য ড্র হয় সেই ম্যাচ। এর আগে ইরানকে (Iran) হাফডজন গোল দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল থ্রি-লায়ান্সরা। জোড়া গোল ছিল বুকায়ো সাকারের। বাকি চার গোল জুড বেলিংহ্যাম, রহিম স্টার্লিং, মার্কাস ব়্যাশফোর্ড এবং জ্যাক গ্রিলিশের। এ বারও তাঁদের থেকে সে রকমই কিছু চমক দেখার আশায় ছিল ইংল্যান্ডের (England) দর্শক-সমর্থকরা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্ডারডগ দলের কাছে গতকাল সুবিধা করতে পারেনি হ্যারি কেনরা। গোল শূন্য হয় ম্যাচ। আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে ইংল্যান্ডের দর্শক, সমর্থকরা। দলের বিরুদ্ধে ফ্য়ানদের প্রতিধব্বনি শোনা যায় আলবায়াত স্টেডিয়ামে। তবে সাউথগেট (Gareth Southgate) তাঁর শীষ্যদের এ সব কানে নিতে একপ্রকার বারণ করে দেন। তাঁর ছেলেদের উদ্দেশ্যে আর কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে দুরন্ত ৬ গোলই ইংল্যান্ডের দর্শক-সমর্থরকেদের প্রত্যাশার পারদ আরও চড়িয়ে দিয়েছে তা স্পষ্ট। গতকালের ম্যাচের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক হুঁশিয়ারির সুরে জানিয়েছিল, ইংল্যান্ড শক্তিশালী দল হলেও তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। কঠিন লড়াই দিতে প্রস্তুত তাঁরা। যেমন কথা ঠিক তেমন কাজ। টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ডের সঙ্গে কঠিন লড়াই হয়। ঠিক যেন সেয়ানে সেয়ানে লড়াই। দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় হ্যারি কেন, ক্রিস্টিয়ান পুলিসিচরা। তাই গোলশূন্যই থাকে ম্যাচ। এরপরই ক্ষোভে ফেটে পরে ইংল্যান্ডের দর্শক সমর্থকেদের একাংশ।
সাউথগেট কিন্তু তাঁর ছেলেদের খেলায় যথেষ্ট খুশি। তাঁর দাবি, ফর্মেই ছিল তাঁর টিম। যথাসাধ্য় লড়াই করেছেন তাঁরা। তাই গতকাল ম্য়াচের পর আল বায়াত স্টেডিয়ামে যখন দর্শক সমর্থকেরা দুষতে থাকেন হ্য়ারি কেনদের তখন সাউথগেট তাঁর দলের তারকাদের এ সবে কান দিতে বারণ করেন। তিনি আরও বলেন, ‘এটা আমাদের লক্ষ্য ছিল কিনা আমি নিশ্চিত নই। ব্যক্তিগতভাবে, আমি সত্যিই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের ফুটবলারদের আবেদনে সন্তুষ্ট।”
ফ্যানদের উদ্দেশ্যে ইংল্যান্ড কোচ বলেন, “আপনারা মুখে হাসি নিয়েই বাড়ি যান। আমাদের ভেঙে পড়ার কোনও কারণ নেই। আমরা ফর্মেই আছি পরবর্তী ম্যাচের জন্য আমাদের মানসিক ভাবে তৈরি হতে হবে এবং তাঁর জন্য সবার আগে আমাদের শান্ত থাকতে হবে।”