AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

England Football: স্বর্ণযুগের পানিনি স্টিকার, আকাশছোঁয়া মূল্য দিতে তৈরি ইংল্যান্ড ফুটবল সমর্থকরা!

England Football Golden Era Panini sticker album: পানিনি সংস্থা এগুলোই প্রস্তুত করে থাকে। তবে ফুটবল প্রেমীদের কাছে এগুলো স্মৃতিও। আর যদি বিশেষ কোনও ঘটনা জড়িয়ে থাকে এর সঙ্গে? ইংল্যান্ড সমর্থকদের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের স্মৃতি। সেই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছিল ইংল্যান্ড। সে সময়ই স্টিকারের বিশেষ অ্যালবাম প্রকাশ করেছিল এই সংস্থা। হঠাৎ কেন আলোচনায় এই পানিনি স্টিকার?

England Football: স্বর্ণযুগের পানিনি স্টিকার, আকাশছোঁয়া মূল্য দিতে তৈরি ইংল্যান্ড ফুটবল সমর্থকরা!
Image Credit: The Sun
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 8:45 AM
Share

কলকাতা: ফুটবলে একবারই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। সেই ১৯৬৬ সালে। এরপর থেকে যতই, ‘ইটস কামিং হোম’ স্লোগান উঠুক, বিশ্বকাপ আর আসেনি। মজার বিষয় হল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ১৯৭০ বিশ্বকাপে অংশ নেওয়ার পরবর্তী দুটি বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি ইংল্যান্ড। অর্থাৎ ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা সাতের দশকে তিনটির মধ্যে মাত্র একটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। সেটি ১৯৭০ সাল। মেক্সিকোয় সেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তবে সেই সময়টাকে ইংল্যান্ড ফুটবলের স্বর্ণযুগ বলা হয়। আর স্বর্ণযুগের কোনও স্মৃতি কেই বা হাতছাড়া করতে চাইবেন! এর জন্য আকাশছোঁয়া মূল্য দিতেও তৈরি ইংল্যান্ড ফুটবল সমর্থকরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পানিনি স্টিকার। ফুটবল প্রেমীদের কাছে পরিচিত। পানিনি ইতালির একটি সংস্থা। যারা মূলত বিভিন্ন বই, কমিকস, স্টিকার, খেলার বিভিন্ন কার্ড (তাসের মতো) প্রস্তুত করে থাকে। আরও সহজ করে উদাহরণ দেওয়া যেতে পারে। বইয়ের মলাটের ওপর স্টিকার লাগানোর কথা মনে পড়ে? কিংবা বিভিন্ন ক্রিকেটার কিংবা অন্যান্য খেলার আইকনদের ছবি দেওয়া সেই কার্ড! কত টাকাই বা দাম হত! বছর কুড়ি আগেও এক পাতা স্টিকার পাঁচ টাকা! হয়তো এখন কিছুটা বেশি।

পানিনি সংস্থা এগুলোই প্রস্তুত করে থাকে। তবে ফুটবল প্রেমীদের কাছে এগুলো স্মৃতিও। আর যদি বিশেষ কোনও ঘটনা জড়িয়ে থাকে এর সঙ্গে? ইংল্যান্ড সমর্থকদের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের স্মৃতি। সেই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছিল ইংল্যান্ড। সেসময়ই স্টিকারের বিশেষ অ্যালবাম প্রকাশ করেছিল এই সংস্থা। যাতে ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তিদের ছবি রয়েছে। সঙ্গে অন্যান্য দেশের ফুটবল কিংবদন্তিদেরও। হঠাৎ কেন আলোচনায় এই পানিনি স্টিকার?

ইংল্যান্ডের লেস্টারশায়ারের অ্যান্ড্রু নটের কাছে এমনই একটা অ্যালবাম রয়েছে। তাঁর বয়স ৬৫। নিজের দ্বাদশতম জন্মদিনে এটি উপহার পেয়েছিলেন অ্যান্ড্রু নট। বছরের পর বছর অন্যান্য বাতিল জিনিসের সঙ্গেই পড়েছিল এটি। হঠাৎই খুঁজে পেয়েছেন সেই স্মৃতির অ্যালবাম। সেটি তিনি নিলাম করতে চান। ১২ বছরের অ্যান্ড্রুর কাছে এ ছিল শুধুই একটা উপহার। এর সঠিক মূল্য বা গুরুত্ব বোঝার বয়স সে সময় আদৌ কি ছিল? এখন তিনি ভালো ভাবেই বুঝতে পারছেন, এই জিনিসের আদতে কোনও মূল্যই যথেষ্ঠ নয়।

কিংবদন্তি ফুটবলারদের ছবি সহ সেই স্টিকার অ্য়ালবাম আগামী সপ্তাহে অকশনে বিক্রি করতে চলেছেন। এই অ্যালবাম কেনার আগ্রহ তুঙ্গে। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা দাম উঠতে পারে বলে মনে করছেন অ্যান্ড্রু নট। খুব কম মনে হচ্ছে? তিনি যখন এটি উপহার পেয়েছিলেন, সেই ৫৩ বছর আগে এর দাম কত ছিল, কল্পনা করুন, সেই নিরিখে ভেবে দেখুন, অমূল্যই মনে হবে।