ISL 2021-22: ডার্বির উত্তাপ নিতে মুখিয়ে বোমাস

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 12, 2021 | 4:31 PM

বোমাস বলছেন, 'ডার্বির আবেগের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে চাই। প্রথম বার ভারতীয় ফুটবলের সেরা ডার্বি খেলব। সেই অভিজ্ঞতার সঙ্গী হতে চাই। এই বড় ম্যাচের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছি। এই ডার্বির গুরুত্ব অনেক। এই ডার্বি জ্বরে আমিও আক্রান্ত। দুর্ভাগ্যবশত কোভিড পরিস্থিতির জন্য বড় ম্যাচে সমর্থকদের মাঠে পাব না ঠিকই, কিন্তু মাঠে এ ধরণের ম্যাচ আমাকে উজ্জীবিত করবে। আমরা প্রত্যেকেই বড় ম্যাচের জন্য প্রস্তুত।'

ISL 2021-22: ডার্বির উত্তাপ নিতে মুখিয়ে বোমাস
হুগো বোমাস। ছবি: টুইটার

Follow Us

পানাজি: আর ঠিক এক সপ্তাহ। তারপরই শুরু দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট- ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। গত মরসুমের মতো এ বছরও কোভিডবিধি মেনে শুধুমাত্র গোয়াতেই অনুষ্ঠিত হবে আইএসএল (ISL)। গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বাগান সুপারস্টার হুগো বোমাসও (Hugo Boumas) তৈরি নতুন মরসুমে সবুজ-মেরুন জার্সিতে আইএসএলে নিজের সেরাটা উজাড় করে দিতে।

কেরালা ম্যাচের থেকেও বোমাসের ফোকাসে ডার্বি। নভেম্বরের ২৭ তারিখ আইএসএলের প্রথম ডার্বি (Derby)। দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও বাগানের ফরাসি সুপারস্টারের যাবতীয় ভাবনা ডার্বিকে ঘিরেই। বোমাস বলছেন, ‘ডার্বির আবেগের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে চাই। প্রথম বার ভারতীয় ফুটবলের সেরা ডার্বি খেলব। সেই অভিজ্ঞতার সঙ্গী হতে চাই। এই বড় ম্যাচের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছি। এই ডার্বির গুরুত্ব অনেক। এই ডার্বি জ্বরে আমিও আক্রান্ত। দুর্ভাগ্যবশত কোভিড পরিস্থিতির জন্য বড় ম্যাচে সমর্থকদের মাঠে পাব না ঠিকই, কিন্তু মাঠে এ ধরণের ম্যাচ আমাকে উজ্জীবিত করবে। আমরা প্রত্যেকেই বড় ম্যাচের জন্য প্রস্তুত।’

এএফসি কাপের (AFC Cup) পর অনেকদিন প্যারিসে থাকলেও সেখানে ফিটনেস অনুশীলনের মধ্যেই ছিলেন বোমাস। তাই দেরিতে দলের সঙ্গে অনুশীলনে মানিয়ে নিতে কোনও সমস্যা হচ্ছে না তাঁর। গত বছর মুম্বই সিটি এফসির জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এ বার এটিকে মোহনবাগানের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান বাগানের ফরাসি সুপারস্টার। এ প্রসঙ্গে বোমাস বলেন, ‘প্রত্যেকটা মরসুম আলাদা। ভারতীয় ফুটবলের মান ক্রমশ উন্নতি হচ্ছে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডও কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে আমাদের দল নিয়ে আত্মবিশ্বাসী। আমি আমার দলের জন্য সেরাটা দেব। আশা রাখি, সতীর্থরাও তাদের সেরাটা দেবে। গত বছর টিম ফাইনালে উঠেছিল। এর পরের ধাপই চ্যাম্পিয়ন। এ বারে হয়তো সেটাই হবে।’

এ বছর থেকে কমছে বিদেশি সংখ্যা। প্রথম এগারোয় থাকবে চার বিদেশি। এগারো জনের দলে বিদেশি ফুটবলারদের পক্ষে ঠাঁই করে নেওয়াও অনেক চ্যালেঞ্জিং। বোমাস অবশ্য বলছেন, জয় তুলতে মাঠে এগারো জন সেরা ফুটবলারই নামবে।

 

আরও পড়ুন: World Cup Qualifiers 2022: মেসির মধ্যে মারাদোনার ছায়া দেখছেন উরুগুয়ের প্রাক্তন স্ট্রাইকার

Next Article