ISL 2021-22: শেষ মুহূর্তের গোল হজমে হ্যাটট্রিক হাতছাড়া বাগানের
খেলার একেবারে শেষ লগ্নে হায়দরাবাদকে সমতায় ফেরান সুপার সাব সিভেরিয়ো। বাগানের হ্যাটট্রিক জয় রুখল নিজামের শহর। সেই সঙ্গে লিগ শীর্ষে ওঠার অপেক্ষাও বাড়ল। আপাতত ৩ নম্বরেই এটিকে মোহনবাগান। একে উঠে এল হায়দরাবাদ।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
এটিকে মোহনবাগান ২ : হায়দরাবাদ এফসি ২ (ডেভিড উইলিয়ামস ১, কাউকো ৬৪) (ওগবেচে ১৮,সিভেরিয়ো ৯০)
ফেরান্দো দায়িত্ব নেওয়ার পরই পাল্টে গিয়েছে এটিকে মোহনবাগান। তেল খাওয়া মেশিনের মতো ছুটছে সবুজ-মেরুন। নতুন বছরেই লিগ টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান। কিন্তু শেষ মুহূর্তে হায়দরাবাদের একটা মুভেই ৩ পয়েন্ট হাতছাড়া। হায়দরাবাদ এফসির সঙ্গে ২-২ ড্র তিরি, মনবীরদের।
সবে কিক অফ হয়েছে। টিভির সামনে ভালো করে বসতেও পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। তার মধ্যেই তুমুল চিত্কারে গমগম করছে ড্রয়িংরুম। স্কোরলাইন দেখাচ্ছে ১-০ এগিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তুমুল সেলিব্রেশন সবুজ-মেরুন জার্সিধারীদের। মাত্র ১৩ সেকেন্ডের মাথায় গোল ডেভিড উইলিয়ামসের (David Williams)। আইএসএলের (ISL) ইতিহাসে দ্রুততম গোল। ভেঙে দিলেন জেরির ২৩ সেকেন্ডের গোল। ৪ বছর আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২৩ সেকেন্ডে গোল ছিল জামশেদপুর এফসির জেরির। ডেভিড উইলিয়ামসের গোলের পরই ভারতীয় ফুটবলের ইতিহাস নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে গেল। তাতে বেরিয়ে পড়ল আরও একটা ইতিহাস। আই লিগে ৯ সেকেন্ডে গোল রয়েছে কোমরন তুরসনভের।
???????? ????? ?
A stoppage-time equaliser from Javi Siverio takes @HydFCOfficial to the ? of the table ?#HeroISL #LetsFootball | @atkmohunbaganfc pic.twitter.com/adWCGFadZ4
— Indian Super League (@IndSuperLeague) January 5, 2022
রয় কৃষ্ণাকে বেঞ্চে রেখে আজ ডেভিড উইলিয়ামসকে শুরু থেকে খেলান বাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। শুভাশিসের জায়গায় শুরু থেকে খেলেন প্রবীর দাস (Prabir Das)। কিক অফের পরই দুরন্ত পাসিং ফুটবল। বোমাসের বাড়ানো বল ধরে বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে পরাস্ত করেন হায়দরাবাদের কাট্টিমানিকে। কিক অফ থেকে সাত টাচে গোল ডেভিড উইলিয়ামসের। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি এটিকে মোহনবাগান। ১৮ মিনিটে ১-১ করে দেন ওগবেচে। অমরিন্দর সিংয়ের ভুলে গোল করে দলকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড। খেলার ৪০ মিনিটে ওগবেচের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান কার্ল ম্যাকহিউ (Carl McHugh)। কনকাশন হওয়ায় অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন আইরিশ মিডিও। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। প্রথমার্ধের শেষ লগ্নে তুমুল হাতাহাতির জায়গায় পৌঁছয় দুই দল।
৬৪ মিনিটে জয়সূচক গোল জনি কাউকোর। ডেভিড উইলিয়ামসের পাস থেকে দুরন্ত হেডে গোল করে যান ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলা ফুটবলার। বাকি সময়টা হায়দরাবাদ আক্রমণ চালালেও অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে লড়াই চালালেন তিরি, প্রীতমরা। কয়েকটা ভালো সেভ করলেন অমরিন্দর।
খেলার একেবারে শেষ লগ্নে হায়দরাবাদকে সমতায় ফেরান সুপার সাব সিভেরিয়ো। বাগানের হ্যাটট্রিক জয় রুখল নিজামের শহর। সেই সঙ্গে লিগ শীর্ষে ওঠার অপেক্ষাও বাড়ল। আপাতত ৩ নম্বরেই এটিকে মোহনবাগান। একে উঠে এল হায়দরাবাদ।
এটিকে মোহনবাগান: অমরিন্দর, আশুতোষ, তিরি, দীপক (লেনি), প্রীতম, কার্ল (কাউকো), প্রবীর, বোমাস, লিস্টন, মনবীর, উইলিয়ামস (কৃষ্ণা)।