Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: অল্পেতে খুশি নন, কেরিয়ারের কুড়িতম বছরে নতুন লক্ষ্য রোনাল্ডোর

পর্তুগালের হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেলেছেন গত জুন মাসে। আপাতত জাতীয় টিমের হয়ে খেলার জন্য ট্রেনিং করছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo: অল্পেতে খুশি নন, কেরিয়ারের কুড়িতম বছরে নতুন লক্ষ্য রোনাল্ডোর
অল্পেতে খুশি নন, কেরিয়ারের কুড়িতম বছরে নতুন লক্ষ্য রোনাল্ডোরImage Credit source: Cristiano Ronaldo Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 4:33 PM

রিয়াধ: সদ্য কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সব মিলিয়ে ৮৫০ গোলের লক্ষ্য় ছুঁয়ে ফেলেছেন। ৩৮ বছরের ফুটবলারের খিদে এখনও কমেনি। বরং নিজেকে আরও ধারালো করতে চান, ছাপিয়ে যেতে চান বয়সকে। ইউরোপ ছেড়ে এখন সৌদি ফুটবল লিগের (Saudi Pro League) আইকন হয়ে উঠেছেন সিআর সেভেন। আল নাসেরের হয়ে খেলছেন দ্বিতীয় মরসুম। রোনাল্ডোকে ঘিরেই ক্রমশ ডালপালা মেলছে সৌদি লিগ। ইউরোপের মহাতারকারা একে একে যোগ দিচ্ছেন সৌদি লিগে। নেইমারও (Neymar) যোগ দিয়েছেন। সৌদি লিগে খেললেও রোনাল্ডোর আকাশছোঁয়ার স্বপ্ন এখনও শেষ হয়নি। বরং তিনি নতুন স্বপ্নে বুঁদ। কী সেই স্বপ্ন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জানুন বিস্তারিত।

পর্তুগালের হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেলেছেন গত জুন মাসে। আপাতত জাতীয় টিমের হয়ে খেলার জন্য ট্রেনিং করছেন রোনাল্ডো। প্রেস মিটে সিআর সেভেন বলছেন, ‘আমি আরও চাই। যতদিন আমি খেলব। চেষ্টা করব উচ্চতম মান রেখে যেতে। আমি সব সময় বড় করে ভাবি।’

জাতীয় টিমের হয়ে সামনে দুটো ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্য়াচ। স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের বিরুদ্ধে দুটো ম্যাচের জন্য তৈরি হচ্ছেন সিআর সেভেন। পাঁচবার ব্যালন ডি’অর জেতা ফুটবলার বলছেন, ‘আমি জাতীয় টিমের হয়ে এই দুটো ম্যাচ জিততে চাই। যদি জিততে পারি, ইউরো কাপের জন্য প্রায় যোগ্যতা অর্জন করে ফেলব।’

১৮ বছর বয়সে পা দিয়েছিলেন পেশাদার ফুটবলে। কেরিয়ারের কুড়িতম বছর উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছেন রোনাল্ডো। তাঁর কথায়, ‘আমি খেলা চালিয়ে যেতে চাই। কারণ আমি চূড়ান্ত ফিট ও কার্যকর ভূমিকা পালন করছি। সত্যি কথা বলতে কী, আমি মাঠের মুহূর্তগুলো চুটিয়ে উপভোগ করছি। আগামী বছরের ইউরো কাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’