AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Igor Stimac: এশিয়ান গেমসে দ্বিতীয় দল, টিমের সঙ্গে নাও যেতে পারেন স্টিমাচ

Asian Games: ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ ভারতের, আয়োজক চিনের বিরুদ্ধে। চিন ফুটবল টিম হিসেবে বেশ কঠিন প্রতিপক্ষ। তার দু'দিন পরেই শুরু হচ্ছে এ বারের আইএসএল। যে কারণে ক্লাবগুলো ফুটবলার ছাড়তে রাজি নয়। এতেই চটেছেন ক্রোয়েশিয়ান কোচ। শোনা যাচ্ছে, তিনি নাকি দ্বিতীয় সারির টিম এশিয়ান গেমসে যেতে রাজি নন। সরাসরি না বললেও স্টিমাচকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Igor Stimac: এশিয়ান গেমসে দ্বিতীয় দল, টিমের সঙ্গে নাও যেতে পারেন স্টিমাচ
এশিয়ান গেমসে দ্বিতীয় দল, টিমের সঙ্গে নাও যেতে পারেন স্টিমাচImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 4:03 PM
Share

নয়াদিল্লি: ক্লাব বনাম দেশের জেরে এশিয়ান গেমসে সেরা ফুটবলারদের হাতে পাচ্ছেন না কোচ। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান, গুরপ্রীত সিং সান্ধুরা এশিয়ান গেমসের টিমে নেই। অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানো গেলেও টিমে তিন সিনিয়র রাখা যায়। কিন্তু সুনীলদের মতো ম্যাচ উইনাররা না থাকলে ভারতের পক্ষে এশিয়ান গেমসে ভালো ফল করা সম্ভব হবে না। এ নিয়ে সোচ্চার হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তাতে কোনও লাভ হয়নি। ক্লাব বনাম দেশের বহু পুরনো সংঘাতের খেসারত দিতে হচ্ছে জাতীয় টিমকে। দ্বিতীয় সারির টিম নিয়ে এশিয়ান গেমসে (Asian Games) কি যাচ্ছেন ইগর স্টিমাচ (Igor Stimac)? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। TV9Bangla Sports এ বিস্তারিত।

১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ ভারতের, আয়োজক চিনের বিরুদ্ধে। চিন ফুটবল টিম হিসেবে বেশ কঠিন প্রতিপক্ষ। তার দু’দিন পরেই শুরু হচ্ছে এ বারের আইএসএল। যে কারণে ক্লাবগুলো ফুটবলার ছাড়তে রাজি নয়। এতেই চটেছেন ক্রোয়েশিয়ান কোচ। শোনা যাচ্ছে, তিনি নাকি দ্বিতীয় সারির টিম এশিয়ান গেমসে যেতে রাজি নন। সরাসরি না বললেও স্টিমাচকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লাবগুলো ফুটবলার না ছাড়ায় এমনিতেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘সময় এসেছে, কারা এই দেশে ভারতীয় ফুটবলের ভালো চায়, সেটা দেখার। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চিন্তাভাবনা স্পষ্ট করে দেওয়া দরকার। ভারতকে ফুটবল খেলিয়ে দেশ হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার স্বপ্ন এখনও বেঁচে রয়েছে আমার।’

স্টিমাচ যতই ক্ষোভ উগড়ে দিন, তিনি নিজেও কম বিতর্কের মধ্যে নেই। গত বছর এশিয়ান কাপের যোগ্যতা পর্বে প্রথম একাদশ বাছার জন্য এক জ্যোতিষীর সাহায্য নিয়েছিলেন। সেই জ্য়োতিষীই নানা অঙ্ক কষে টিম বেছে দিতেন। তার জন্য় নাকি স্টিমাচ টাকাও দিয়েছেন ওই জ্যোতিষীকে। এ নিয়ে কম বিতর্ক চলছে না। তারই মধ্যে এশিয়ান গেমসে ক্রোট কোচ না গেলে কিন্তু আরও চাপ তৈরি হতে পারে তাঁর উপর।