Salt Lake Stadium: যুবভারতীর বেহাল দশা দেখে বিরক্ত সুনীলদের কোচ স্টিম্যাচ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 10, 2022 | 8:53 PM

যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে বেশিক্ষণ অবশ্য প্র্যাকটিসও করেনি ভারতীয় দল। যুবভারতীর মাঠের অবস্থা দেখে বিরক্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। ঘনিষ্ঠমহলে সেই বিরক্তি প্রকাশও করেছেন সুনীলদের হেডস্যার। যুবভারতীতেই ব্লু টাইগার্সদের জন্য অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে।

Salt Lake Stadium: যুবভারতীর বেহাল দশা দেখে বিরক্ত সুনীলদের কোচ স্টিম্যাচ
ইগর স্টিম্যাচ। ছবি: টুইটার

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

সোমবারই শহরে এসে গিয়েছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team) । জুনেই শহরে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) কোয়ালিফাইং রাউন্ড। তার আগে জোরকদমে প্রস্তুতি সারবেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। কোয়ালিফাইং রাউন্ডের খেলা শুরু হওয়ার প্রায় ১ মাস আগেই ফুটবলারদের নিয়ে শহরে আবাসিক শিবির করছেন দলের কোচ ইগর স্টিম্যাচ। ৮ মার্চ কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ১১ তারিখ আফগানিস্তান আর ১৪ তারিখ হংকংয়ের বিরুদ্ধে খেলবেন সুনীলরা। শহরে থাকাকালীন বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলবে ভারতীয় দল। বুধবারই প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন সুনীলরা। প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। যুবভারতীতেই মুখোমুখি হবেন সুনীল ছেত্রী-রয় কৃষ্ণারা। কয়েক দিন আগেই শহরে এসেছেন রয় কৃষ্ণা। চলতি মাসেই এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সবুজ-মেরুনের গ্রুপে রয়েছে গোকুলাম কেরালা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মেজিয়া স্পোর্টস। তাই ভারত বনাম এটিকে মোহনবাগান ম্যাচে দুই দলের কোচই নিজেদের অবস্থান বুঝে নিতে পারবেন।

 

সোমবারই বিমানবন্দর থেকে নেমে কয়েক ঘণ্টা বিশ্রামের পর যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে গা ঘামান সুনীল ছেত্রীরা। যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে বেশিক্ষণ অবশ্য প্র্যাকটিসও করেনি ভারতীয় দল। যুবভারতীর মাঠের অবস্থা দেখে বিরক্ত ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। ঘনিষ্ঠমহলে সেই বিরক্তি প্রকাশও করেছেন সুনীলদের হেডস্যার। যুবভারতীতেই ব্লু টাইগার্সদের জন্য অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু মাঠের খারাপ অবস্থা দেখে যুবভারতীতে আর অনুশীলন করতে চাননি স্টিম্যাচ। রাজারহাটে এআইএফএফের এক্সিলেন্স সেন্টারেই অনুশীলন করেন সুনীল ছেত্রী, হরমনজ্যোৎ খাবরা, প্রণয় হালদার, আকাশ মিশ্ররা।

 

সামনেই এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই ফুটবলারদের নিয়ে ঝুঁকি নিতে চাননি স্টিম্যাচ। এই মাঠেই হবে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলা। তার আগে এএফসি কাপের ম্যাচ খেলবে মোহনবাগান, গোকুলাম কেরালা এফসিরা। যুবভারতীর মাঠের অবস্থা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠছে। এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলার সময়ই মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। শুধু স্টিম্যাচ কিংবা ফেরান্দোই নন, যুবভারতীর মাঠের বেহাল অবস্থা দেখে অবাক ফুটবলাররাও।

 

২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় নতুন করে ঢেলে সাজানো হয় যুবভারতী ক্রীড়াঙ্গন। দুটো ট্রেনিং গ্রাউন্ডও তৈরি হয় সেই সময়। এতদিন যুবভারতীর মাঠ দরাজ সার্টিফিকেট পেলেও, ক্রমেই মাঠের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। কয়েক মাস আগেই ভারতীয় দল নিয়ে কলকাতায় এসেছিলেন ইগর স্টিম্যাচ। তখন যুবভারতীকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ক্রোট কোচও। হঠাৎ মাঠের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। আদৌ যুবভারতীর পরিচর্যা ঠিকঠাক হচ্ছে তো? প্রশ্ন উঠছে।

 

 

আরও পড়ুন: Graham Thorpe: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প

Next Article