In Depth on Cape Verde: মাত্র ৫ লাখের একটি দেশ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল, ভারত কেন পারল না?

2026 FIFA World Cup: কেপ ভার্দে ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে টপকে গ্রুপ ডি-তে প্রথম স্থান অধিকার করেছে। জনসংখ্যার দিক থেকে কেপ ভার্দে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। অপরদিকে ভারতের জনসংখ্যা থেকে শুরু করে ফুটবলের পরিকাঠামো সব দিকই কেপ ভার্দেকে টেক্কা দেওয়ার মতো। তারপরও কেন ভারত কখনও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি?

In Depth on Cape Verde: মাত্র ৫ লাখের একটি দেশ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল, ভারত কেন পারল না?
মাত্র ৫ লাখের একটি দেশ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল, ভারত কেন পারল না?Image Credit source: _*Matthew Ashton - AMA/Getty Images*_& _* Cristiano Barbosa/Sportsfile via Getty Images*_

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 22, 2025 | 5:03 PM

ফুটবল বিশ্বে হঠাৎ করে একটা দেশকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। বিশ্ব ব্যাঙ্ক বলছে, যার জনসংখ্যা মাত্র ৫.২৫ লক্ষ। যা ভারতের ১৪৬ কোটিরও বেশি জনসংখ্যার তুলনায় একেবারেই সামান্য। কোথায় সেই দেশ? নামটাই বা কী? পশ্চিম আফ্রিকার একখানা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে (Cape Verde)। সেই তারাই ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইসোয়াতিনিকে ৩-০ গোলে হারিয়েছে। আর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে। কেপ ভার্দে ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে টপকে গ্রুপ ডি-তে প্রথম স্থান অধিকার করেছে। জনসংখ্যার দিক থেকে কেপ ভার্দে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। অপরদিকে ভারতের জনসংখ্যা থেকে শুরু করে ফুটবলের পরিকাঠামো সব দিকই কেপ ভার্দেকে টেক্কা দেওয়ার মতো। তারপরও কেন ভারত কখনও ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি? আসল সমস্যাটা ঠিক কোথায়? এই নিয়ে জানতে টিভি নাইন বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল দেশের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের সঙ্গে। কী বললেন তিনি? জেনে নিন বিস্তারিত। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন